Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩০ অক্টোবর ২০২৪

সাঁতার

 

১।   ক্রীড়া বিভাগের নামঃ সাঁতার

 

২।  প্রাচীন গ্রীসের “নিনেভের সমাধী গাত্রে খোদিত তথ্যের ভিত্তিতে জানা যায় খ্রীষ্ট পূর্ব ৮৮০ থেকে ৬৫০ সাল পর্যন্ত আসিরীয়রা বিভিন্ন কায়দায় সাঁতার কাটত । প্রতিযোগিতা মূলক সাঁতার চার প্রকার যথা ফ্রিস্টাইল, ব্যাকস্ট্রোক, ব্রেস্ট স্ট্রোক এবং বাটারফ্লাই। সাঁতার জলক্রীড়ার অন্তর্ভুক্ত একটি খেলা।  ১৮৯৬ খ্রিস্টাব্দে গ্রিসের এথেন্সে প্রথম আধুনিক অলিম্পিক গেমসে সাঁতার ছিল একটি অন্যতম ইভেন্ট। ১৯০৪ খ্রিস্টাব্দে “সেন্ট ‍লুইস” এ অনুষ্ঠিত তৃতীয় অলিম্পিকে ডাইভিং অন্তর্ভুক্ত হয় এবং ১৯১২ খ্রিস্টাব্দে “স্টকহোমস” অলিম্পিক গেমসে মহিলাদের সাঁতার ও ডাইভিং অন্তর্ভুক্ত হয়। সাঁতার খেলার ক্ষেত্রে সকল সদস্য রাষ্ট্র “ওয়ার্ল্ড অ্যাকুয়াটিক্স ” প্রবর্তিত নিয়ম-কানুন অনুসরণ করেন।

৩। ১৯৭২ সালে বাংলাদেশে সাঁতার প্রতিযোগিতা শুরু হয় । সাঁতার ইনডোর ও আউটডোর গেমস্ ।

৪।   ১৯৮৭ সালে ৮ জন সাঁতার প্রশিক্ষণার্থী ও ১জন কোচ নিয়ে বিকেএসপিতে সাঁতার বিভাগের কার্যক্রম শুরু হয়। ১৯৯৭ সালে বিকেএসপি তে বালিকা প্রশিক্ষণার্থী ভর্তি কার্যক্রম শুরু হয় ।

 ৫।   বর্তমানে এ ক্রীড়া বিভাগে ৯ জন সাঁতার কোচ নিয়োজিত আছেন।

 ৬।  ০১ জানুয়ারি ২০২৪ তারিখের তথ্য অনুসারে এই ক্রীড়া বিভাগে ঢাকা বিকেএসপিতে ১০ জন ছেলে ও ২২ জন মেয়ে এবং আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র দিনাজপুরে ২০ জন ছেলে  প্রশিক্ষণার্থী রয়েছে। 

 ৭।   প্রশিক্ষণার্থীদের নিয়মিত প্রশিক্ষণের জন্য ঢাকা বিকেএসপিতে ১টি ৫০মিটার ও ১টি ২৫মিটার সুইমিং ২৫ মিটার প্রমিলা সুইমিং পুল এবং ১টি ডাইভিং পুল এছাড়া আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র দিনাজপুরে ১টি ৫০ মিটার  সুইমিং পুল ও সিলেটে ০১টি ৫০ মিটার সুইমিং পুল রয়েছে।    

৮।   এ পর্যন্ত  এই ক্রীড়া বিভাগ থেকে ২৯ ছেলে ২০ মেয়ে প্রশিক্ষণার্থী জাতীয় দলের সাঁতারু হিসেবে বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সাঁতার প্রতিযোগিতায়  অংশগ্রহণ করে দেশের জন্য সুনাম বয়ে এনেছে । এদের মধ্যে জাতীয় ক্রীড়া পুরষ্কার প্রাপ্ত সাঁতারু মোহাম্মদ মনিরুজ্জামান,কারার মিজানুর রহমান,শাহজাহান আলী রনি,কারার সামেদুল ইসলাম,জুয়েল আহমেদ,মোঃ তানজীল ইসলাম খাঁন, রবিউল আলম,মাহফিজুর রহমান (সাগর),মাহফুজা খাতুন শিলা,সনিয়া খাতুন টুম্পা ,আসিফ রেজা,অনিক ইসলাম,মাহমুদুন্নবী নাহিদ ,সাদী মোঃ মহসীন,অনিক ইসলাম,সারোয়ার হোসেন,নাসিম হোসেন,সনিয়া খাতুন,পাপিয়া খাতুন ,মুনমুন আহমেদ, শ্রী পলাশ চৌধুরী,রুমানা আক্তার, শারমিন আক্তার,মোঃ ইমন হোসেন,নাঈমা আক্তার,সুরাইয়া আক্তার,ওসিউল ইসলাম,রত্না খাতুন, বিউটি আক্তার,আফসানা তালুকদার, সিমা সুলতানা বিথি,খাদিজা আক্তার লিজা,জামরুল মিয়া, মোঃ আরিফুল ইসলাম,মোঃ টিটো মিয়া,মোঃসামান উদ্দিন দেওয়ান,মোঃ রফিকুল ইসলাম,মোছাঃ মুক্তা আফরোজ,নাজমুল হক,মোঃ কাওছার বিশ্বাস,চামেলী আক্তার,মোঃ সুজন,মোছাঃ নাসিমা খাতুন,মোঃ নজরুল ইসলাম,মোছাঃ শিখা খাতুন ,মোঃ জসিম উদ্দিন,দ-থুই প্রু মার্মা,রুপা খাতুন, মোছাঃ ছুম্মা খাতুন, অন্যতম

 

মাহফুজা খাতুন শিলা, রেকর্ড সহ ০২টি স্বর্ণ পদক ,১২তম সাউথ এশিয়ান গেমস্ - ২০১৬  গোহাটি ভারত ।

 

জাতীয় বয়স ভিত্তিক সাঁতার  ও ডাইভিং প্রতিযোগিতা চ্যাম্পিয়ন বিকেএসপি ।

মাঝে উপস্থিত বি ও এ মহাসচিব ও বিকেএসপির পরিচালক প্রশিক্ষন মহোদয় ।

 

 

মোঃ তোফায়েল আহমেদ সাঁ-২২৮ এশিয়ান ওপেন ইন্টারন্যাশনাল স্কুল এ্যাকুয়াটিক্স

চ্যাম্পিয়ন শিপ ব্যাংকক থাইল্যান্ড “ স্বর্ণ পদক ” অর্জন ।