Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৬ ফেব্রুয়ারি ২০২৪

জুডো

জুডোর ইতিহাসঃ

জুডো একটি জাপানি খেলা। জাপানি খেলা ‘জুজুৎসু’র আধুনিক রুপায়ন হচ্ছে ‘জুডো’। জুডো খেলার প্রবর্তকের নাম হচ্ছে ডঃ জিগারো কানো। কানো জুজুৎসু থেকে জুডো ২৮ শে অক্টোবর ১৮৮০ সালে খেলাটি প্রবর্তন করেন। ১৯৬৪ সালে টোকিওতে অনুষ্ঠিত অলিম্পিক গেমসে প্রথম জুডো ইভেন্ট অন্তর্ভূক্ত হয়। ১৯৯২ সালে অলিম্পক গেমসে জুডো মহিলা ইভেন্ট অন্তর্ভূক্ত হয়।

 

বাংলাদেশের জুডোর ইতিহাস

 

১৯৭২ সালে হাসানুজ্জামান মনি ও আওলাদ হোসেন এর উদ্যোগে বাংলাদেশে জুডো ফেডারেশন সরকারি ভাবে গঠিত হয়।

 

বিকেএসপি জুডোর ইতিহাসঃ

২০০৯ সালে ২৬ ফেব্রুয়ারি ২০০৯ সালে ৬ জন ছেলে ও ২ জন মেয়ে মোট ৮ জন প্রশিক্ষণার্থী এবং একজন প্রশিক্ষক এর তত্তাবধানে বিকেএসপিতে জুডোর পদযাত্রা শুরু হয়। ২০২৪ সাল পর্যন্ত বিকেএসপিতে সর্বমোট ৮৯ জন প্রশিক্ষণার্থী ভর্তি হয়। বর্তমানে ৩ জন অভিজ্ঞ প্রশিক্ষকের তত্তাবধানে ১৩ জন ছেলে ও ১৭ জন মেয়ে মোট= ৩০ জন প্রশিক্ষণার্থীকে জুডো প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

কমনওয়েল্থ জুডো চ্যাম্পিয়নশীপ-২০১৮, জয়পুর, ইন্ডিয়াতে অংশগ্রহণ করে ১টি রৌপ্য ও ১টি তাম্র পদক অর্জন করে। বিকেএসপির পদক জয়ী জুডোকাদের সাথে কোচ

সাউথ এশিয়ান ক্যাডেট জুডো চ্যাম্পিয়নশীপ–২০১১,কাঠমান্ডু,নেপালে অংশগ্রহনকারী পদকজয়ী জুডোকাদের সাথে বিকেএসপির কোচবৃন্দ।

সাউথ এশিয়ান ক্যাডেট জুডো চ্যাম্পিয়নশীপ–২০১২, ঢাকা,বাংলাদেশে অংশগ্রহনকারী পদক জয়ীদের সাথে বিকেএসপির পরিচালক প্রশিক্ষণ সহ কোচবৃন্দ

১৩তম সাউথ এশিয়ান গেমস ২০১৯ এ পদক প্রাপ্ত খেলোয়াড় এবং কোচ।

বিকেএসপি কাপ আন্তর্জাতিক জুডো চ্যাম্পিয়নশীপ ২০২৩ এ প্রধান অতিথী মহাপরিচালক মহোদয়ের কাছ থেকে চ্যাম্পিয়ন ট্রফি নিচ্ছে বিকেএসপির জুডো খেলোয়াড় এবং কোচ।

বিকেএসপি কাপ আন্তর্জাতিক জুডো চ্যাম্পিয়নশীপ ২০২৩ এ প্রধান অতিথী বিকেএসপির মহাপরিচালক মহোদয়, পরিচালক প্রশিক্ষণ পদক দিচ্ছেন।

৩৭তম জাতীয় জুডো প্রতিযোগিতা ২০২২-এ অংশগ্রহনকারী বিকেএসপির জুডোকারা দলগত সিনিয়র ছেলে চ্যাম্পিয়ন হবারগৌরব অর্জনকরে।

বিকেএসপির জুডো বিভাগ