Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৭ ফেব্রুয়ারি ২০১৯

বাস্কেটবল

 

 

১.   ক্রীড়া বিভাগের নাম: বাস্কেটবল

২.  বাস্কেটবল অত্যন্ত জনপ্রিয় খেলা হিসেবে বিশ্বব্যাপী পরিচিত। গোলাকৃতি, কমলা রঙের বল দিয়ে অভ্যন্তরীণ এবং বহিঃস্থ - উভয় প্রকার মাঠেই এই খেলা হয়ে থাকে। দলগত ক্রীড়া হিসেবে বাস্কেটবলের মূল উদ্দেশ্য হচ্ছে কোর্টে উলম্বভাবে স্থাপিত একটি বাস্কেট বা ঝুড়িতে বল নিক্ষেপের মাধ্যমে পয়েন্ট সংগ্রহ করা। নির্দিষ্ট আইন-কানুন অনুসরণ করে সর্বাধিক পয়েন্ট সংগ্রহকারী দল খেলায় বিজয়ী ঘোষিত হয়। সাধারণতঃ ১২জন খেলোয়াড় নিয়ে দল গঠন হয় কিন্তু খেলার সময় ৫ জন খেলোয়াড় কোর্টের ভিতর খেলতে পারে।

 

৩.   ১৯৯৭ সালে ৩০ জন প্রশিক্ষণার্থী ১ জন কোচ ০১ টি কোর্ট নিয়ে বিকেএসপিতে বাস্কেটবল বিভাগ এর যাত্রা শুরু হয়।

 

৪.   বর্তমানে এই ক্রীড়া বিভাগে ৫ জন কোচ কর্মরত আছেন।

 

৫.   ০১ জানুয়ারি ২০১৯ তারিখের তথ্য অনুসারে এই ক্রীড়া বিভাগে ৩৫ জন ছেলে প্রশিক্ষণার্থী রয়েছে ।

 

৬.   আঞ্চলিক কেন্দ্রে এই ক্রীড়া বিভাগের কোন  প্রশিক্ষণার্থী নেই।

 

৭.    প্রশিক্ষণার্থীদের নিয়মিত প্রশিক্ষণের জন্য এই ক্রীড়া বিভাগে ২টি  সিমেন্ট হার্ড কোর্ট ও ১টি  সিনথেটিক ইন্ডোর কোর্ট রয়েছে। 

 

৮.   এ পর্যন্ত  এই ক্রীড়া বিভাগ থেকে ২০ জন প্রশিক্ষণার্থী জাতীয় দলের খেলোয়াড় হিসেবে বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে দেশের জন্য সুনাম বয়ে এনেছে। এছাড়া বয়স ভিত্তিক অনূর্ধ্ব-১৬ ও ১৮ দলে ২১ জন প্রশিক্ষণার্থী রয়েছে।