১। ক্রীড়া বিভাগের নামঃ কারাতে
২। কারাতে জাপানের রিউ রিউকু দ্বীপে বিকশিত একটি মার্শাল আর্ট। এ খেলাটি আংশিকভাবে দেশীয় যুদ্ধ পদ্ধতি। কারাতে একটি আঘাতের কৌশল যেখানে ঘুষি, লাথি, হাঁটু এবং কনুইয়ের আঘাত ও মুক্তহস্ত কৌশল যেমন ছুরিহস্ত ব্যবহার করা হয়। এছাড়া কিছু ইভেন্টে আঁকড়ে ধরা, আবদ্ধ করা, বাঁধা, আছাড় এবং অতীব গুরুত্বপূর্ণ পয়েন্টে আঘাত শেখানো হয়। কারাতে অনুশীলনকারীকে কারাতেকা বলা হয়।
৩। ২০১২ সালের মার্চ মাসে ১২ জন প্রশিক্ষণার্থী ও ১ জন কোচ নিয়ে কারাতে বিভাগের যাত্রা শুরু হয়।
৪। বর্তমান কোচ সংখ্যা -৪জন (২রাজস্ব ২ তৃণমূল)
৫। বর্তমান ছাত্র সংখ্যা-২৮জন (১৩জন ঢাকা, ১৫জন- বরিশাল)
৬। জাতীয়দলের খেলোয়াড় সংখ্যা-৩২জন(সিনিয়র -৯জন ২৩জুনিয়র)
৪.জাতীয় ও আন্তর্জাতিক মোট পদক সংখ্যা- স্বর্ণ -১৫৬টি, রৌপ্য -৬২টি, তাম্র-৫১টি(জাতীয়- স্বর্ণ -১০৫টি, রৌপ্য -৩৯টি, তাম্র-২৯টি। আন্তর্জাতিক- স্বর্ণ -৫১টি, রৌপ্য -২৩টি, তাম্র-২২টি)।
৭। সর্বমোট বাহির হওয়া প্রশিক্ষণার্থী সংখ্যা-৫০জন ।
৮। কারাতে প্রশিক্ষনের জন্য ম্যাট সংখ্যা-৪টি।(২টি ঢাকা, ২টি- বরিশাল)
৯। কারাতে প্রশিক্ষনের জন্য সকল সুযোগ সুবিধা বিদ্যমান আছে।
৭ম উন্মুক্ত আন্তর্জাতিক কারাতে চ্যাম্পিয়নসিপ-কোলকাতা-২০২৪
৭ম সাউথ এশিয়ান কারাতে চ্যাম্পিয়নসিপ-২০২৩ শ্রীলংকা