Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৭ ফেব্রুয়ারি ২০১৯

বক্সিং

 

 

১.   ক্রীড়া বিভাগের নামঃ   বক্সিং

 

২.   বক্সিং একটি মার্শাল আর্ট যেখানে দুটি মানুষ শক্তি, প্রতিবর্তী ক্রিয়া, এবং সহনশীলতার পরীক্ষায় দস্তানা হাতে প্রতিদ্বন্দ্বীকে ঘুষির মাধ্যমে নক আউটের লক্ষ্যে নিয়োজিত থাকে । অপেশাদার বক্সিং একটি অলিম্পিক এবং কমনওয়েলথ খেলা এবং একটি প্রধান আন্তর্জাতিক গেম।এটির নিজস্ব বিশ্ব চ্যাম্পিয়নশিপ রয়েছে। বক্সিং এক থেকে তিন মিনিট চক্রের অন্তর একটি ধারাবাহিক খেলা যেটি একজন রেফারি ও পাঁচজন জাজের  তত্ত্বাবধানে খেলা হয়। ফলাফল নির্ধারিত হয় যখন রেফারি কোনো প্রতিপক্ষকে অসমর্থ গণ্য করে, একটি নিয়ম ভঙ্গের জন্য অযোগ্য ঘোষিত হয়, তোয়ালে নিক্ষেপ দ্বারা পদত্যাগ, অথবা প্রতিযোগিতার শেষে বিচারক স্কোরকার্ড ভিত্তি করে বিজয়ী বা বিজিত ঘোষণা করে।

 

৩.   বাংলাদেশে বক্সিং খেলার জনপ্রিয়তা বৃদ্ধি ও প্রসারের লক্ষ্যে ১৯৯৪ সাল থেকে বিকেএসপিতে এ    ক্রীড়া বিভাগের যাত্রা শুরু হয়।

 

৪.   বর্তমানে এ ক্রীড়া বিভাগে ০৩ জন কোচ নিয়োজিত আছেন।

 

৫.    ০১-০১-২০১৯ তারিখের তথ্য অনুসারে এই ক্রীড়া বিভাগে ৩০ জন ছেলে  ও ০৪ জন মেয়ে প্রশিক্ষণার্থী রয়েছে।  

 

৬.   আঞ্চলিক কেন্দ্রে এই ক্রীড়া বিভাগের কোন  প্রশিক্ষণার্থী নেই।

 

৭.   প্রশিক্ষণার্থীদের নিয়মিত প্রশিক্ষণের জন্য এই ক্রীড়া বিভাগে একটি বক্সিং রিং, দুইটি বক্সিং ফাইট কম্পনেন্ট এবং একটি ট্রেডমিল রয়েছে।   

 

৮.   এ পর্যন্ত  এই ক্রীড়া বিভাগ থেকে ২২ জন প্রশিক্ষণার্থী জাতীয় দলের খেলোয়াড় হিসেবে বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে দেশের জন্য সুনাম বয়ে এনেছে। এদের মধ্যে মো.ফাইসাল মোল্লা, আব্দুর রাহিম অন্যতম।