Wellcome to National Portal
  • 2024-09-19-03-35-01f9fedd5ca21631aa659f6b221350d3
  • 2024-09-19-03-38-e20fce87df946bfe19712e76fde918bd
  • 2024-09-19-03-39-0c57387a27cbd0d44eaccd7ae1291ffb
  • 2024-05-19-15-19-9c30f2ebe46751d17b360c980ea51cda
  • 2024-05-19-15-20-eb69a2e0d5de3563cfdf2bb9f2bcb201
  • 2024-05-19-15-21-bc909d9cd4127cf0b661236175bb9efe
  • 2024-05-19-15-23-9919bf5cb920c477ce0307c7683f618c
  • 2024-05-19-15-26-ad59575e214d2426be840fc4a804c15e
  • 2024-05-19-15-30-fe9d1ae4903c48faa45b303f8fb4e9d7
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৪ ফেব্রুয়ারি ২০২৪

স্কোয়াশ

 

  • স্কোয়াশ একটি একক ও দ্বৈত খেলা। বিশ্বে এটি ব্যাপক জনপ্রিয় খেলা।এটি আন্তর্জাতিক স্কোয়াশ ফেডারেশন(WSF)কতৃক পরিচালিত। প্রাচীন খেলা টেনিস থেকে এই ক্রীড়ার উৎপত্তি ।এটি দুই দলের মধ্যে খেলা হয় যার প্রতিটি দলে ০১ জন করে খেলোয়াড় থাকে।
  • ২০২১ সালে ০৬ জন প্রশিক্ষণার্থী ও ০১ জন কোচ নিয়ে বিকেএসপিতে স্কোয়াশ  বিভাগের কার্যক্রম শুরু হয়।
  • বর্তমানে স্কোয়াশ  বিভাগে ০১ জন প্রশিক্ষক নিয়োজিত আছেন।
  • ০১ জানুয়ারি ২০২৪ তারিখের তথ্য অনুসারে এই ক্রীড়া বিভাগে ১২ জন ছেলে প্রশিক্ষণার্থী রয়েছে।
  • প্রশিক্ষণার্থীদের নিয়মিত প্রশিক্ষণের জন্য এই ক্রীড়া বিভাগে ০১ টি স্কোয়াশ কোর্ট রয়েছে।
  • এ পর্যন্ত এই ক্রীড়া থেকে ০৬ জন প্রশিক্ষণার্থী জাতীয় যুব দল সহ জাতীয় এবং আন্তর্জাতিক প্রতিযোগীতায় অংশগ্রহণ করে দেশের জন্য সুনাম বয়ে এনেছে।এদের মধ্যে মো: আরাফাত মোল্লা, মো: পারভেজ করিম, মো: সাইমুন ইসলাম, মো: আমিনুল ইসলাম,দূর্জয় বড়ুয়াও আবিদ হাসানঅন্যতম।

     2024-02-09-05-49-f4d3bec51780763053b64bd57d71acb42024-02-09-05-50-e203957e8f5875bc6dbcdeca134ed310

২০২৩ খ্রিস্টাব্দে চীনে অনুষ্ঠিতব্য ৩০ তম এশিয়ান জুনিয়র স্কোয়াশ প্রতিযোগীতায় বিকেএসপির ০৪ জন প্রশিক্ষণার্থীর অংশগ্রহন।

 

 

 2024-02-12-13-47-fde9b63b8077b8e590fe4e1d2475e1a2

২০২৩ খ্রীস্টাব্দে মালয়েশিয়াতে ১৫ তম কে এল আন্তর্জাতিক স্কোয়াশ প্রতিযোগীতায় বিকেএসপির ০৬ জন প্রশিক্ষণার্থীর অংশগ্রহন।