Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২১st ফেব্রুয়ারি ২০২৪

ক্রিকেট

 

১।

                                                 ক্রিকেটের ইতিহাস

 

যতদূর জানা যায়, ক্রিকেট খেলা শুরু হয়েছিলো ষোড়শ শতাব্দীর শেষ দিকে।মূলতঃদক্ষিণ-পূর্ব ইংল্যাণ্ডে শুরু হলেও অষ্টাদশ শতাব্দীতে এটি ইংল্যাণ্ডের জাতীয় খেলায় পরিণত হয় এবং ঊনবিংশ ও বিংশ শতাব্দীতে এটি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে। ১৮৪৪ সাল থেকে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ খেলা হলেও ইতিহাস স্বীকৃত টেস্ট ক্রিকেট  ম্যাচ খেলা শুরু হয় ১৮৭৭ সালে। দর্শক সংখ্যার দিক দিয়ে ক্রিকেট,  ফুটবলের  ঠিক পরেই বিশ্বের দ্বিতীয় জনপ্রিয় খেলা হিসেবে স্বীকৃত। এই খেলার বিশ্বব্যাপী প্রশাসনের দায়িত্বে আছে একশোর বেশি সদস্য যুক্ত সংস্থা  আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল, যদিও এর মধ্যে শুধু বারোটি সদস্য দেশই টেস্ট ক্রিকেট খেলে।

১৮৩৬ সালের ৩রা আগস্ট, হ্যাম্পটন কোর্ট গ্রিনেরয়্যাল অ্যামেচার সোসাইটির সদস্যদের মধ্যে খেলা ক্রিকেটের প্রথম গ্র্যান্ড ম্যাচ।

 

বাংলাদেশের ক্রীড়ামোদী, ক্রীড়া সংগঠক এবং খেলোয়ারদের উৎসাহে গড়ে ওঠা ক্রিকেট পরিমন্ডলের সাফল্যের প্রাথমিক স্বীকৃতি হিসাবে ১৯৭৭ সালে প্রথম বারের মত বিশ্ব ক্রিকেট সংস্থা-র সহযোগী সদস্য পদ লাভ করে। তৎকালীন  বাংলাদেশ ক্রিকেট সংস্থার  প্রচেষ্টায় ক্রমে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল আন্তর্জাতিক স্তরে খেলার যোগ্যতা অর্জন করে।দুইদিন , তিনদিন ও চারদিনের খেলার স্তর পার হয়ে অনেক লম্বা পথ পাড়ি দিয়ে ১৯৯৭ সালে বাংলাদেশ  আইসিসি চ্যাম্পিয়নশীপ এ বিজয়ী হবার মধ্য দিয়ে বিশ্ব ক্রিকেটের বৃহত্তম আসর “আইসিসি বিশ্বকাপ ক্রিকেট  ১৯৯৯” এ খেলবার সুযোগ পায়। প্রথমবারের অংশগ্রহণ বাংলাদেশকে এনে দেয় শক্তিশালী  পাকিস্তান  এর বিপক্ষে ঐতিহাসিক বিজয়।

 

১৯৮৬ সালের এশিয়া কাপের মধ্য দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের অভিষেক হয়। এটি সেই ঐতিহাসিক দলের ছবি।

 

বিকেএসপি ক্রিকেট বিভাগ

এরই ধারাবাহিকতায় বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপিতে) ১৯৮৭ সালের ২০শে জুন

ক্রিকেট বিভাগের আত্ম প্রকাশ ঘটে।

 

২।

বিকেএসপি ক্রিকেট বিভাগের -প্রশিক্ষক (বর্তমান)-১৮ জন

  ৩।

বর্তমান প্রশিক্ষণার্থী সংখ্যা

ঢাকা-১৬৪ জন (ছেলে-১২৭ এবং মেয়ে- ৩৭ জন)

দিনাজপুর-৬৮ জন

বিকেএসপি-রামু – ৪৩ জন

সর্বমোট -২৭৫ জনপ্রশিক্ষণার্থী

৪।

ক্রীড়া স্থাপনার চিএ

ক্রিকেট প্যাভিলিয়ন- ১ নং মাঠ

 

 ৫।

ক্রিকেট ইনডোর-১ নং

 

৬।

ক্রিকেট -২,৩ ও ৪ নং মাঠ

 

৭।

ক্রিকেট ইনডোর-২ নং

 

৮।

আঞ্চলিক প্রশিক্ষন কেন্দ্র দিনাজপুর

৯।

আঞ্চলিক প্রশিক্ষন কেন্দ্র রামু

 

১০।

আঞ্চলিক প্রশিক্ষন কেন্দ্র রাজশাহী

 

 

 

বিকেএসপি ক্রিকেট বিভাগের ২০২২-২৩ অর্থ বছরের বার্ষিক সাফল্যের তথ্যাদি নিন্মরুপ

ক্রমিক নং

গৃহীত সাফল্য এবং

প্রমানোক/ছবি

১।

২।

৩।

৪।

৫।

৬।

 ৭।

 

 

 

৮।

৯।

 

 

১০।