Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৭ ফেব্রুয়ারি ২০১৯

ভলিবল

 

 

১।   ক্রীড়া বিভাগের নামঃ  ভলিবল

 

২।   ১৮৯৫ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের স্প্রিংফিল্ড কলেজের ছাত্র মি.  উইলিয়াম জি মরগান বর্তমানের বহুল জনপ্রিয় খেলাটি উদ্ভাবন করেন। স্প্রিংফিল্ড কলেজের কল্যাণে ১৮৯৬ সালে জাপানে এই খেলার সুত্রপাত হয় এবং এশিয়ার অন্যান্য দেশে এর প্রচার ও প্রসার ঘটতে থাকে। ১৯৬৪ সালে টোকিও (জাপান) অলিম্পিকে ভলিবলের অভিষেক হয়। ১৯৭২ সালে বাংলাদেশ ভলিবল ফেডারেশন গঠিত হয়। বর্তমান বিশ্বে ভলিবল খেলোয়াড়ের সংখ্যা প্রায় ৪০০ মিলিয়ন।এফআইভিবি (FIVB) এর সাথে নিবন্ধনকৃত দেশের সংখ্যা ২২১। 

 

৩।   ২০১২ সালে ১২ জন প্রশিক্ষণার্থী  নিয়ে বিকেএসপিতে  ভলিবল ক্রীড়া বিভাগ যাত্রা শুরু করে।

 

৪।   বর্তমানে এ ক্রীড়া বিভাগে ২ জন কোচ নিয়োজিত আছেন।

 

৫।   ০১ জানুয়ারি ২০১৯ তারিখের তথ্য অনুসারে এই ক্রীড়া বিভাগে ২২ জন ছেলে  প্রশিক্ষণার্থী রয়েছে। 

 

৬।   আঞ্চলিক কেন্দ্রে এই ক্রীড়া বিভাগের কোন  প্রশিক্ষণার্থী নেই।

 

৭।   প্রশিক্ষণার্থীদের নিয়মিত প্রশিক্ষণের জন্য এই ক্রীড়া বিভাগে আন্তর্জাতিক মানের সকল সরঞ্জামাদি রয়েছে।   

 

৮।   এ পর্যন্ত এই ক্রীড়া বিভাগ থেকে ০৭  জন প্রশিক্ষণার্থী জাতীয় দলের খেলোয়াড় হিসেবে বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে দেশের জন্য সুনাম বয়ে এনেছে।