বিকেএসপি প্রতিষ্ঠিত হয় ১৪ এপ্রিল ১৯৮৬ প্রতিষ্ঠার সময় ৩ টি বিভাগ নিয়ে বিকেএসপি তার কার্যক্রম শুরু করে।১৯৯২ সালে জিমন্যাস্টিকস্ বিভাগ চালু করা হয় ৬ জন ছাত্র ভর্তি করার মাধ্যমে।১৯৯৭ সাল থেকে বিকেএসপিতে মেয়ে প্রশিক্ষনার্থী ভর্তি করার অনুমতি প্রদান করা হয়।জিমন্যাস্টিকস্ বিভাগ চালু হওয়ার পর থেকে এ পর্যন্ত বিকেএসপির বর্তমান ও প্রাক্তন জিমন্যাস্টরা জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগীতায় অংশগ্রহনের মাধ্যমে স্বর্ণ,রৌপ্য ও তাম্র পদক অর্জন করে দেশের সুনাম বৃদ্ধিতে অগ্রণী ভূমিকা পালন করছে।
উল্লেখযোগ্য আন্তর্জাতিক প্রতিযোগীতায় জিমন্যাস্টিকস্ এ প্রথম সাফল্যের যাত্রা শুরু হয় ১৯৯৮ সালে অনুষ্ঠিত ১ম সার্ক জিমন্যাস্টিকস্ চ্যাম্পিয়নশীপ,ভারত এ ১ টি তাম্র পদক অর্জন করার মাধ্যমে। এরই ধারাবাহিকতায় গত পাঁচ বছরে জিমন্যাস্টিকস্ বিভাগের প্রশিক্ষনার্থীদের সাফল্য নিম্নরুপ:
২৫তম মিখাইল ভরনিন কাপ জিমন্যাস্টিক্স চ্যাম্পিয়নশীপ,রাশিয়া - ১ টি তাম্র
সিঙ্গাপুর ওপেন জিমন্যাস্টিক্স চ্যাম্পিয়নশীপ,সিঙ্গাপুর -২টি স্বর্ণ,১টি রৌপ্য,১ টি তাম্র
৫ম সেন্ট্রাল সাউথ এশিয়ান জিমন্যাস্টিক্স চ্যাম্পিয়নশীপ, ঢাকা – ২ টি তাম্র
জুনিয়র এশিয়ান জিমন্যাস্টিকস্ চ্যাম্পিয়নশীপ,সিঙ্গাপুর – ৪র্থ স্থান
২৫তম মিখাইল ভরনিন কাপ জিমন্যাস্টিকস চ্যাম্পিয়নশীপ,রাশিয়া ১ টি তাম্র |
সিঙ্গাপুর ওপেন জিমন্যাস্টিকস চ্যাম্পিয়নশীপ,সিঙ্গাপুর ২টি স্বর্ণ,১টি রৌপ্য, ১ টি তাম্র |
৫ম সেন্ট্রাল সাউথ এশিয়ান জিমন্যাস্টিকস চ্যাম্পিয়নশীপ, ঢাকা ২ টি তাম্র |
এশিয়ান জুনিয়র আর্টিস্টিক জিমন্যাস্টিকস্ চ্যাম্পিয়নশীপ,সিঙ্গাপুর ৪র্থ স্থান |
প্যারালাল বারস এ অনুশীলনরত বিকেএসপির জিমন্যাস্ট ছোয়াদ হোসেন |
হরাইজন্টাল বার এ অনুশীলনরত বিকেএসপির জিমন্যাস্ট রাফিল আহমেদ |
ফ্লোর এ অনুশীলনরত বিকেএসপির জিমন্যাস্টরা
বর্তমানে জিমন্যাস্টিকস্ বিভাগের প্রশিক্ষনার্থী সংখ্যা মোট ২৯ জন। এছাড়াও ২ জন রাজস্বখাতভুক্ত কোচ, ১ জন সম্মানীভিত্তিক তৃনমূল কোচ এবং ১ জন চুক্তিভিত্তিক কোচসহ মোট ৪ জন কোচ রয়েছে ।