১। ক্রীড়া বিভাগের নামঃ টেবিল টেনিস
২। টেবিল টেনিস বিশ্বের অন্যতম জনপ্রিয় খেলা।আন্তর্জাতিক টেবিল টেনিস ফেডারেশন (আই.টি.টি.এফ) এর সদস্য দেশ সংখ্যা ২২৭। ১৮৮০ সালে ইংল্যান্ডে টেবিল টেনিস খেলার উৎপত্তি ঘটে।চীনের জাতীয় খেলা টেবিল টেনিস।চীনের জনক মাও সেতুং ও আমেরিকার প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন এর সাথে পিং পং ডিপ্লোম্যাসির মাধ্যমে দুই দেশের মিলন ঘটে। একক,দলগত ,দ্বৈত ও মিশ্র দ্বৈত এই ০৪ টি ইভেন্টে খেলাটি হয়। এছাড়াও, খেলার উপকরণ হিসেবে ব্যাট, বল,নেট এবং টেবিলের প্রয়োজন হয়।১৯২৬ সালে বিশ্বকাপ টেবিল টেনিস এর অভিষেক হয়। ১৯৮৮ সালের সিউল, কোরিয়া অলিম্পিকে টেবিল টেনিস ইভেণ্ট চালু হয়।১৯৭৪ সালে ১ম জাতীয় প্রতিযোগিতার মাধ্যমে বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের(বিটিটিএফ) পথ চলা শুরু হয়।টেবিল টেনিসের জনক ইংল্যান্ডের ডেভিড ফস্টার।
৩। ২০১২ সালের ১লা মার্চ ২৪জন প্রশিক্ষণার্থী ও ১ জন কোচ নিয়ে খুলনা বিকেএসপিতে টেবিল টেনিস বিভাগের যাত্রা শুরু হয়, ৮টি টেবিল ও ৪টি ম্যাট নিয়ে ।
৪। বর্তমানে এ ক্রীড়া বিভাগে ০৪ জন কোচ নিয়োজিত আছেন ।
৫। ০১ জানুয়ারি ২০২৪ তারিখের তথ্য অনুসারে এই ক্রীড়া বিভাগে ঢাকা বিকেএসপিতে ৩৩ জন ( ১৭ জন ছেলে + ১৬ জন মেয়ে) ও আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র খুলনায় ২০ জন ছেলেসহ মোট ৫৩ জন প্রশিক্ষণার্থী রয়েছে । ৪র্থ শ্রেণী থেকে টেবিল টেনিস বিভাগে ছেলে ও মেয়ে ভর্তি করা হয়।
৬।প্রশিক্ষণার্থীদের নিয়মিত প্রশিক্ষণের জন্য এই ক্রীড়া বিভাগে ২টি জিমন্যাশিয়াম আছে :-
১) ১০০ ফিট x ১০০ ফিট জিমনেসিয়াম,গ্যালারী ছাড়া ঢাকা,
২) ৮০ ফিট ×১২০ ফিট গ্যালারী সহ খুলনা, ৩১টি DONIC WORLD CHAMPION,STAG ও JOREX টেবিল টেনিস টেবিল, ২টি রোবোট, ১০০ টি এরিনা,ভিজুয়াল ট্রেনিং এর জন্য ৫৫” LED টিভি, স্কোর বোর্ড সহ আধুনিক সুযোগ সুবিধা রয়েছে।
৭। এ পর্যন্ত এই ক্রীড়া বিভাগ থেকে ৬ জন জাতীয় দলে এবং ১৪ জন প্রশিক্ষণার্থী জাতীয় যুব দলের খেলোয়াড় হিসেবে বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে দেশের জন্য সুনাম বয়ে এনেছে।এছাড়াও বর্তমানে দশম শ্রেণীর ২ জন প্রশিক্ষণার্থী সিনিয়র জাতীয় দলে রয়েছে।
৮। সাউথ এশিয়ান জুনিয়ৰ টেবিল টেনিস চ্যাম্পিয়নশীপ-২০২২,মালদ্বীপ ১টি স্বর্ণ,৩টি ব্রোঞ্ পদক, সাউথ এশিয়ান যুব টেবিল টেনিস চ্যাম্পিয়নশীপ-২০২৩,ভারতে ১টি ৰৌপ্য , ৫টি ব্রোঞ্জ পদক, বিশ্বকাপ বাছাই পর্ব নেপাল-২০২৩ কোয়ালিফাই করেছে ২জন প্রশিক্ষণার্থী।কমনওয়েল্থ গেমসে-২০২৩ বাংলাদেশ দল কোয়ার্টার ফাইনাল খেলেছে।
২০২৩ এ অনুষ্ঠিত সাউথ এশিয়ান জুনিয়র চ্যাম্পিয়নশীপে অংশগ্রহণকারী বিকেএসপির প্রশিক্ষনার্থীরা।
বাংলাদেশ দলে বিকেএসপির মোট ১২ জন প্রশিক্ষনার্থী অংশগ্রহন করে। উক্ত প্রতিযোগীতায় বিকেএসপির খেলোয়াড়রা ১টি রৌপ্য ও ৫টি ব্রোন্জ পদক অর্জন করে।
২০২৩ এ সাউথ কোরিয়াতে এশিয়ান চ্যাম্পিয়নশীপে অংশগ্রহনকারী জাতীয় দল ও বিকেএসপির প্রশিক্ষনার্থীবৃন্দ।
উক্ত প্রতিযোগিতায় জাতীয় দলের হয়ে বিকেএসপিতে অধ্যয়নরত দশম শ্রেনির ২ জন ও সাবেক ১ জন মোট ৩ জন প্রশিক্ষনার্থী অংশগ্রহন করেন।
সাউথ এশিয়ান জুনিয়ৰ টেবিল টেনিস চ্যাম্পিয়নশীপ-২০২২,মালদ্বীপে স্বর্ণ পদক জয়ী দলের সাথে বি কে এস পির ৬ জন প্রশিক্ষণার্থী।
সাউথ এশিয়ান জুনিয়ৰ টেবিল টেনিস চ্যাম্পিয়নশীপ-২০২২,মালদ্বীপে স্বর্ণ পদক জয়ী বি কে এস পির খেলোয়ার মোঃ নাফিজ ইকবাল।