Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৬ ফেব্রুয়ারি ২০২৪

ফুটবল

 

 

১।   ক্রীড়া বিভাগের নাম : ফুটবল

 

২।   ফুটবল একটি দলগত খেলা। এটি বৈশ্বিকভাবে ব্যাপক পরিচিত ও জনপ্রিয় খেলা। এটি আন্তর্জাতিক ফুটবল ফেডারেশন (ফিফা) কর্তৃক পরিচালিত ক্রীড়ার আনুষ্ঠানিক নাম। কেবলমাত্র মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডায় খেলাটি সকার নামে পরিচিত। এটি দুই দলের মধ্যে খেলা হয়, যার প্রতিটি দলে ১১ জন করে খেলোয়াড় থাকে। একবিংশ শতকে এসে ফুটবল খেলা দুই শতাধিক দেশের ২৫০ মিলিয়নেরও অধিক খেলোয়াড় খেলে থাকেন। এর ফলে ফুটবল বিশ্বের সর্বাধিক জনপ্রিয় ও প্রচলিত খেলা হিসেবে স্বীকৃতি পেয়েছে।

 

৩। ১৯৮৬ সালে ৩০ জন প্রশিক্ষণার্থী ও ২ জন কোচ নিয়ে বিকেএসপি তে ফুটবল বিভাগের কার্যক্রম শুরু হয়। ২০১৬ সালে শুরু হয় বিকেএসপির প্রমিলা ফুটবল প্রশিক্ষণার্থী ভর্তি কার্যক্রম।

 

৪। বর্তমানে এ ক্রীড়া বিভাগে ১৬ জন কোচ নিয়োজিত আছেন ।

 

৫। ০১ জানুয়ারি ২০২৪ তারিখের তথ্য অনুসারে এই ক্রীড়া বিভাগে ঢাকায় ৫৪ জন ছেলে  ও ৪৯ জন মেয়ে প্রশিক্ষণার্থী রয়েছে। এছাড়া আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র খুলনায় ৭৯ জন, সিলেটে ৫৪ জন প্রশিক্ষণার্থী রয়েছে।

 

৬। প্রশিক্ষণার্থীদের নিয়মিত প্রশিক্ষণের জন্য এই ক্রীড়া বিভাগে ১টি আন্তর্জাতিক মানের সিনথেটিক মাঠ, ২টি ঘাসের মাঠ, ২টি প্যাভিলিয়ন, ১টি গ্যালারি, ১টি মেয়েদের ড্রেসিং রুম ও খুলনা আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে ১টি ঘাসের মাঠ এবং সিলেট আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে ১টি সিনথেটিক ও ১টি ঘাসের ফুটবল মাঠ রয়েছে ।

 

৭। এ পর্যন্ত এই ক্রীড়া বিভাগ থেকে ২৯ জন ছেলে ও ০৭জন মেয়ে প্রশিক্ষণার্থী জাতীয় দলের খেলোয়াড় হিসেবে বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে দেশের জন্য সুনাম বয়ে এনেছে। এদের মধ্যে মো: মামুনুল ইসলাম, জাহিদ হাসান এমিলি, মোঃ মাসুদ রানা, হাসান আল মামুন, মোঃ ফিরোজ মাহমুদ টিটু, মনোয়ার হোসেন, শেখ আলমগীর কবির রানা, তোহিদুল আলম সবুজ, মাকসুদুর রহমান মোস্তাক, হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস, মজিবুর রহমান জনি ,আমিনুল ইসলাম সজিব , শেখ মোরসালিন , মোছাঃ আঁখি খাতুন, আফাইদা খন্দকার , রিতু পর্ণা চাকমা , স্বপ্না রাণী অন্যতম।

 

বর্তমান বাংলাদেশ জাতীয় দলের উদীয়মান খেলোয়াড় বিকেএসপির সাবেক প্রশিক্ষণার্থী শেখ মোরসালিন ও মজিবুর রহমান জনি।

 

ভুটানে অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব-১৬চ্যাম্পিয়নশিপ-২০২৩ টুর্নামেন্ট এ বিকেএসপির ১৫ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেছে।


বাংলাদেশ জাতীয় দলের হয়ে বিকেএসপির ৫ জন মেয়ে প্রশিক্ষণার্থী নারী সাফ চ্যাম্পিয়নশীপে এ অংশগ্রহণ করেন।
( ফলাফল- চ্যাম্পিয়ন )

 

শ্রীলঙ্কায় অনুষ্ঠিত সাফ উইমেনস অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপ-২০২২ টুর্নামেন্টে এ বিকেএসপির ০৯ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেছে