Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৭ ফেব্রুয়ারি ২০১৯

হকি

 

 

১.   ক্রীড়া বিভাগের নামঃ  হকি

 

২.   মিশরে প্রায় ৪০০০ বছর পূর্বে এবং ইথিওপিয়ায় খ্রিস্টপূর্ব প্রায় ১০০০ বছর পূর্বে হকি খেলার প্রচলন ছিল বলে জানা যায়। ঐতিহাসিক তথ্য অনুযায়ী প্রায় পাঁচ হাজার বছর পূর্বে পারস্যে (বর্তমান ইরান) প্রাথমিকভাবে হকি খেলার প্রচলন সম্পর্কে তথ্য পাওয়া যায়। মধ্যযুগে ফ্রান্সে এ খেলাটি হকেট নামে পরিচিত ছিলো এবং ইংরেজদের মাধ্যমে সম্ভবতঃ পরবর্তীতে হকেট শব্দ থেকেই এই খেলার নামকরণ হয় হকি । প্রাচীনতম এই খেলাটি অলিম্পিক গেমস্ -এ অন্তর্ভুক্ত করা হয় ১৯০৮ সালে এবং বিশ্বকাপ হকির প্রচলন হয় ১৯৭১ সাল থেকে।

 

 

৩।   ১৯৮৬ সালে সপ্তম ও অষ্টম শ্রেণিতে মোট ৬০ জন প্রশিক্ষণার্থী নিয়ে বিকেএসপিতে  হকির যাত্রা শুরু হয়। 

 

৪।   বর্তমানে এ ক্রীড়া বিভাগে ৫ জন কোচ নিয়োজিত আছেন।

 

৫।   ০১ জানুয়ারি ২০১৯  তারিখের তথ্য অনুসারে এই ক্রীড়া বিভাগে ৮১ জন ছেলে প্রশিক্ষণার্থী রয়েছে।

 

৬।   আঞ্চলিক কেন্দ্রে  এই ক্রীড়া বিভাগের কোন  প্রশিক্ষণার্থী নেই।

 

৭।   প্রশিক্ষণার্থীদের নিয়মিত প্রশিক্ষণের জন্য এই ক্রীড়া বিভাগে আন্তর্জাতিক মানের  ২ টি  সিনথেটিক হকি মাঠ ও  ২ টি প্যাভিলিয়ন  রয়েছে।   

 

৮।   এ পর্যন্ত এই ক্রীড়া বিভাগ থেকে ১২৩ জন প্রশিক্ষণার্থী জাতীয় দলের খেলোয়াড় হিসেবে বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। এদের মধ্যে আ ন ম মামুনুর রশিদ, রাসেল মাহমুদ জিমি, মোঃ আশরাফুল ইসলাম, ফরহাদ আহমেদ শিতুল, মোঃ মামুনুর রহমান চয়ন অন্যতম।