Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৬ ফেব্রুয়ারি ২০২৪

তায়কোয়ানডো

১৯৮৬ সালে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয় মাত্র দুইটি ক্রীড়া বিভাগ নিয়ে । বর্তমানে বিকেএসপিতে ২১ ক্রীড়া বিভাগ রয়েছে ।   উন্নয়নের ধারাবাহিকতায় ২০১২ সালে তায়কোয়ানদো বিভাগটি মাত্র ১২ জন প্রশিক্ষণার্থী এবং ১জন কোচ নিয়ে যাত্রা শুরু করে। বর্তমান এই বিভাগের মোট ২৭ জন প্রশিক্ষণার্থী এবং  তিন জন দক্ষ কোচ রয়েছে। এই বিভাগ হতে এ পর্যন্ত বিকেএসপির বর্তমান ও প্রাক্তন প্রশিক্ষণার্থীরা জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে স্বর্ণ,   রৌপ্য ও তাম্র পদক অর্জন করে দেশের সুনাম বৃদ্ধিতে অগ্রণী  ভূমিকা পালন করে আসছে। উল্লেখযোগ্য আন্তর্জাতিক প্রতিযোগিতায় তায়কোয়ানদো বিভাগটি বিকেএসপির প্রথম সাফল্যের যাত্রা শুরু করে ২০১৬ সালে " তায়কোয়ানদো ইন এ্যাকশন ( টি. আই.এ) চ্যাম্পিয়নশিপ - ইন্ডিয়ায়, এ খেলায় মোট পাঁচটি স্বর্ণ ও একটি রৌপ্য  পদক অর্জনের মাধ্যমে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। বর্তমানে ওয়ার্ল্ড তায়কোয়ানদো এর র‌্যাংকিং তালিকায় বিকেএসপির বর্তমান ও প্রাক্তন ছাত্র রয়েছে যেমন : মো: ইলিয়াস এর ওয়ার্ল্ড র‌্যাংকিং ৪০৮  এবং ফয়সাল আহমেদ  এর ওয়ার্ল্ড র‌্যাংকিং ১৭২ ।  

এরই ধারাবাহিকতায় তায়কোয়ানদো বিভাগের প্রশিক্ষণার্থীদের  সাফল্য নিম্নরূপ একটি ছকের মাধ্যমে প্রকাশ করা হলো :

৯ম তির্ক আন্তর্জাতিক তায়কোয়ানদো চ্যাম্পিয়নশীপ ২০১৯- থ্যাইল্যান্ড

 ৪ টি স্বর্ণ ১টি রৌপ ,২ টি তাম্র

১ম বাংলাদেশ তায়কোয়ানডো আর্ন্তজাতিক পুমসে চ্যাম্পিয়ানশীপ-২০২০ (অন লাইন ) (অক্টবর ৩-৪)

হিরোস তায়কোয়ানডো আর্ন্তজাতিক লিগ ৩০-৩১ জানুয়ারী ২০২১ (অনলাইন)

১ম শ্রীলংকা ওপেন ইন্টারন্যাশনাল তায়কোয়ানডো ভার্চুয়াল (অনলাইন) চ্যাম্পিয়নশীপ,২০২১,২৭-২৮ নভেম্বর,

২টি  স্বর্ণ,৪টি রৌপ্য এবং ৪টি তাম্র

তায়কোয়ানডো ওয়াল্ডকাপ চ্যাম্পিয়নশীপ ২০২৩ (বাকু)আর্জবাইজান  ( মে ২৯ থেকে জুন ০৪) অংশগ্রহন করে ।

এশিয়ান গেমস চায়না -২০২৩ , হাংজুতে  অংশগ্রহন করে ।

”১ম বঙ্গবন্ধু ওপেন ইন্টারন্যাশনাল তায়কোয়ানডো চ্যাম্পিয়নশিপ ২০২৩” ১৯-২১ অক্টোবর

১৪ টি স্বর্ণ ২ টি রৌপ্য, ৪ টি তাম্র (আমন্ত্রনমুলক )

 

তায়কোয়ানদো বিভাগের প্রশিক্ষকগন ও প্রশিক্ষণার্থীরা

৯ম তির্ক আন্তর্জাতিক তায়কোয়ানদো চ্যাম্পিয়নশীপ ২০১৯- থ্যাইল্যান্ড

 ৪ টি স্বর্ণ ১টি রৌপ ,২ টি তাম্র

তায়কোয়ানদো বিভাগের প্রশিক্ষণ শুরু সময়

এশিয়ান গেমস চায়না -২০২৩ হাংজুতে বিকেএসপির সাবেক প্রশিক্ষণার্থী  মো: ইলিয়াস অংশগ্রহন করে

     

 

বিকেএসপিতে পরিক্ষা মুলক ভাবে কেপিএনপি সেন্সর দ্বারা প্রশিক্ষণ প্রদানের সময়

বিকেএসপি তায়কোয়ানদো বিভাগের  আধুনিক মানের প্রশিক্ষণ গ্রাউন্ড

 

বর্তমানে তায়কোয়ানদো বিভাগে মোট ২৭ জন প্রশিক্ষণার্থী ও রাজস্বখাতভুক্ত কোচ-২ জন এবং সন্মনীভিত্তিক কোচ ১ জন রয়েছে ।