Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৫ মার্চ ২০২৫

পরিচালক (প্রশিক্ষণ)

 

 পরিচালক (প্রশিক্ষণ)      

   

কর্ণেল মোঃ গোলাম মাবুদ হাসান, পিএসসি

পরিচালক (প্রশিক্ষণ)

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান

২৬ নভেম্বর, ২০০০ সালে পদাতিক কোরে কমিশন প্রাপ্ত হন। তার দীর্ঘ ২৫ বছর চাকরিতে তিনি পদাতিক কোরের অফিসার হলেও মিলিটারি পুলিশ অফিসার হিসেবে সেনাবাহিনীতে বিশেষভাবে সুপরিচিত। তিনি গত ৬ জানুয়ারি ২০২৫ তারিখে ১৬ তম পরিচালক (প্রশিক্ষণ) হিসেবে যোগদান করেন। এর পূর্বে লেফটেন্যান্ট কর্ণেল মোঃ গোলাম মাবুদ হাসান ৩৩ মিলিটারি পুলিশ ইউনিটে অধিনায়ক হিসেবে কর্মরত ছিলেন। ৬ জানুয়ারি ২০২৫ তারিখে তিনি বিকেএসপিতে কর্ণেল র‍্যাঙ্ক পরিধান করেন।   

তিনি ১টি পদাতিক ব্যাটালিয়নের অধিনায়ক, ৩টি মিলিটারি পুলিশ ইউনিটের অধিনায়ক, ১টি আর্মি সিকিউরিটি ইউনিটের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি ১টি পদাতিক ব্যাটালিয়নের উপঅধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি স্টাফ হিসেবে (CMP)- মিলিটারি পুলিশ কোর সেন্টার এন্ড স্কুলে এবং সেনাসদরে কোম্পানি কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি কংগো এবং মালিতে নীল হেলমেটের অধীনে শান্তি সেনা হিসেবে কাজ করেছেন। তিনি আমেরিকার  APCSS (Asia Pacific Centre for Security Studies), Hawaii থেকে Advanced Security Co-Operation কোর্স সম্পন্ন করেছেন।

ব্যক্তি জীবনে তিনি মোসাঃ জাহানারা লাকী এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ। এই সুখী দম্পতির এক পুত্র সন্তান ও এক কন্যা সন্তান যথাক্রমে লাবিব আল হাসান ও সাফা বিনতে হাসান।