ক্রীড়া বান্ধব বর্তমান মহাজোট সরকার দেশের ক্রীড়াঙ্গনকে উচু মাত্রায় পৃষ্ঠপোষকতা প্রদান করছে। যার বহিঃপ্রকাশ বিভিন্ন ক্রীড়া ক্ষেত্রে লক্ষ্যনীয়। এ বিষয়ে ২০০৯ থেকে ২০১৪ খ্রিঃ পর্যন্ত বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় বিকেএসপির সাফল্য নিমণরূপঃ
০১. আরচ্যারি :
* ২০১০ সালে ঢাকায় অনুষ্ঠিত এসএ গেমসে রৌপ্য পদক।
* ২০১১ সালে ইতালিতে অনুষ্ঠিত ওয়ার্ল্ড আরচ্যারী চ্যাম্পিয়নশীপে দলগত ২৮তম স্থান অর্জন।
* ২০১৩ সালে ব্যাংককে অনুষ্ঠিত ১ম এশিয়ান আরচ্যারী গ্রান্ড প্রিকস-এ ০৩ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন এবং দলগত ৯ম স্থান অধিকার করেন।
* দেশ এবং বিদেশে বিভিন্ন গ্র্যান্ড প্রিক্স প্রতিযোগিতায় অংশগ্রহণ।
* স্বাধীনতা দিবস উন্মুক্ত আরচ্যারী প্রতিযোগিতা-২০১৪ তে ০৫টি রৌপ্য ও ০১টি ব্রোঞ্জ পদক অর্জন।
* ব্যাংককের থাইল্যান্ডে অনুষ্ঠিত ১ম এশিয়া আরচ্যারী গ্র্যান প্রিক্স-২০১৪ তে অংশগ্রহণ করে ষষ্ঠ স্থান অর্জন।
* ৭ম জাতীয় আরচ্যারি চ্যাস্পিয়নশিপ-২০১৪ এ অংশগ্রহণ করে ০৪টি রৌপ্য ও ০৬টি ব্রোঞ্জ পদক।
০২. এ্যাথলেটিক্স :
* ভারতে অনুষ্ঠিত ইন্দো বাংলা-২০১০ হাইজাম্পে মোঃ সজিব মিয়া স্বর্ণ পদক লাভ করেন।
* এশিয়ান ট্র্যাক এ্যান্ড ফিল্ড ও ১১তম এস এ গেমসে অংশগ্রহণ।
* স্পেনে অনুষ্ঠিত ওয়ার্ল্ড জুনিয়র এ্যাথ. প্রতিযোগিতায় ০১ জনের অংশগ্রহন।
* চীনে অনুষ্ঠিত ২য় যুব এশিয়ান গেমস ২০১৩ এ ১টি ছেলে ও ১টি মেয়ে সেমিফাইনালপর্বে উত্তীর্ন হয়।
* ৮ম বাংলাদেশ গেমসে দ্রুততম মানব মেজবা আহমেদ ছাড়াও এ বিভাগে ০২টি নতুন জাতীয় রেকর্ড রয়েছে (জাকিয়া সুলতানা ও শিরিন আক্তার)।
* ৩৮তম জাতীয় এ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ-২০১৪ তে অংশগ্রহণ করে ০৫টি স্বর্ণ, ০১ রৌপ্য ও ০২টি ব্রোঞ্জ।
* ৩০তম জাতীয় জুনিয়র এ্যাথলেটিক্স প্রতিযোগিতা-২০১৪ এ অংশগ্রহণ করে ১৬টি স্বর্ণ, ০৯টি রৌপ্য, ০২টি ব্রোঞ্জ ও দলগত চ্যাম্পিয়ন
০৩. বাস্কেটবল :
* ২০১১ সালে ভারতে অনুষ্ঠিত ফিবা এশিয়া কোয়ালিফাইং আন্তর্জাতিক বাস্কেটবল প্রতিযোগিতায় বাংলাদেশ জাতীয় বাস্কেটবল দলের পক্ষে ০২ (দুই) জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।
* ২০১২ সালে ভারতে অনুষ্ঠিত রাও জায়সিং প্রতিযোগিতায় বিকেএসপি চ্যাম্পিয়ন।
* Rao Jai Singh Memorial Basketball Tournament-2013, ভারত এ অংশগ্রহণ করে রানার আপ।
* বিজয় দিবস বাস্কেটবল প্রতিযোগিতা-২০১৩ এ অংশগ্রহণ করে রানার আপ।
০৪. বক্সিং :
* স্বাধীনতাদিবস বক্সিং প্রতিযোগিতা-২০১৪ এ অংশগ্রহণ করে ০৪টি স্বর্ণ ও ০৪টি রৌপ্য পদক লাভ করে দলগত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।
* জাতীয় সিনিয়র বক্সিং প্রতিযোগিতা-২০১৪ এ অংশগ্রহণ করে ০২টি ব্রোঞ্জ।
* জাতীয় ইন্টারমিডিয়েট বক্সিং প্রতিযোগিতা-২০১৪ এ অংশগ্রহণ করে ০২টি স্বর্ণ, ০২টি রৌপ্য ও ০২টি ব্রোঞ্জ পদক।
০৫. ক্রিকেট :
* মোমিনুল হক সৌরভ, এনামুল হক বিজয়, মোঃ মিঠুন ও সৌম্য সরকার (২০১১-২০১৩) জাতীয় দলের হয়ে অসামান্য ভূমিকা রেখে চলেছে। পাশাপাশি বেশ কিছু খেলোয়াড় অনূর্ধ্ব-১৯ দলের হয়ে প্রতিনিধিত্ব করছে যারা আগামী দিনে জাতীয় দলে খেলার অপেক্ষায় রয়েছে।
* ২০১০ সালে পাকিস্তানে ও বিকেএসপিতে অনুষ্ঠিত লিমিটেড ওভার ক্রিকেট সিরিজে একছত্র প্রাধান্য বিস্তার করে বিকেএসপি ২টি সিরিজ জয় করে।।
* প্রমিলা বিশ্বকাপ কোয়ালিফাইং রাউন্ডে বিকেএসপি’র ফারজানা আক্তার সুপ্তা প্রথম হাফ সেঞ্চুরীয়ান হিসেবে ইতিহাসের পাতায় নাম লিখিয়েছেন। এছাড়াও কোয়ালিফাইং রাউন্ডে জাতীয় দলে ০৩ জন বিকেএসপির প্রশিক্ষণার্থী অংশগ্রহন করেন।
* ভারতে অনুষ্ঠিত চৌধুরী রনবির সিং ক্রিকেট প্রতিযোগিতায় অনুর্ধ-১৭দল গত ৩ বছর যাবৎ চ্যাম্পিয়ন।
* অনূর্ধ্ব-১৪, অনূর্ধ্ব-১৬ ও অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট প্রতিযোগিতা-২০১৪ তে অংশগ্রহন করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।
|
০৬. ফুটবল :
* এয়ারটেল রাইজিং স্টার ফুটবল প্রশিক্ষণ ক্যাম্প থেকে বিকেএসপির ০২ জন প্রশিক্ষণার্থী ইংল্যান্ডের ম্যানচেস্টারে অনুষ্ঠিত প্রশিক্ষণ ক্যাম্পে অংশ গ্রহন ও মেধা তালিকায় ১ম স্থান হবার গৌরব অর্জন করে।
* ৮ম বাংলাদেশ গেমসে বিকেএসপি প্রথমবারের মত অপরাজিত চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে।
০৭. জিমন্যাস্টিকস্ :
* ২০১০ সালে ভারতে অনুষ্ঠিত ইন্দো-বাংলা গেমসে-২০১০ এ ০২টি স্বর্ণ পদক।
* ৮ম বাংলাদেশ গেমস-এ ব্যক্তিগত ইভেন্টে ০২টি স্বর্ণ পদক।
* বয়স ভিত্তিক ও ৩৩ তম জাতীয় সিনিয়র জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা-২০১৪ এ অংশগ্রহণ করে ১২টি স্বর্ণ, ০৯টি রৌপ্য ও ০৯টি ব্রোঞ্জ পদক এবং মহিলা গ্রম্নপে চ্যাম্পিয়ন।
০৮. হকি :
* জাতীয় হকি প্রতিযোগিতায় বিকেএসপি ১২ বার চ্যাম্পিয়ন।
* প্রিমিয়ার ডিভিশন হকি লিগে-২০১০ আবাহনী দলের হয়ে খেলায় শেখ কামাল সেরা খেলোয়াড় পুরস্কার অর্জন করে বিকেএসপির পুস্কর খীসা।
* সিঙ্গাপুরে অনুর্ধ-১৬ বালক এশিয়া কাপ হকি প্রতিযোগিতা-২০১৩ এ জাতীয় দলের হয়ে বিকেএসপি অংশগ্রহণ করে রানার আপ হওয়ার সুবাদে এ বছর চীনের নানজিং এ অনুষ্ঠিত বিশ্ব যুব হকি অলিম্পিক গেমসে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করে। উক্ত টুর্ণামেন্টে বিকেএসপির মোঃ আশরাফুল ইসলাম শ্রেষ্ঠ খেলোয়াড় এর গৌরব অর্জন করেন।
* এশিয়ান বাঁছাই-২০১৪ এ বাংলাদেশ জাতীয় হকি দলের পক্ষে বিকেএসপির ০৪ জন প্রশিক্ষণার্থীর অংশগ্রহণ।
০৯. জুডো :
* সাউথ এশিয়ান জুডো ও বিজয় দিবস জুডো প্রতিযোগিতা ২০১১ তে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ পদক অর্জন।
* ৮ম বাংলাদেশ গেমসে ০৩ টি স্বর্ণ পদক অর্জন।
* ২০১২ সালে সাউথ এশিয়ান ক্যাডেট জুডো চ্যম্পিয়নশীপে ০৫টি স্বর্ণ পদক অর্জন।
১০. কারাতে :
* ৪র্থ জাপান কাপ ক্যাডেট ও সিনিয়র কারাতে প্রতিযোগিতা-২০১৩ এ ০৩টি স্বর্ণ ও ০২টি রৌপ্য।
* নেপালে অনুষ্ঠিতব্য 5th Open International Karate Chamionship-2014 এ ০২টি স্বর্ণ, ০৩টি রৌপ্য ও ০৪টি ব্রোঞ্জ পদক অর্জন।
১১. শ্যূটিং :
* আন্তর্জাতিক পর্যায়ে এস এ গেমস, কমনওয়েলথ গেমস এশিয়ান গেমস এ একাধিক স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ পদক অর্জন করেছে।
* ৮ম বাংলাদেশ গেমসে ১০ মি. এয়ার রাইফেলে মোঃ রাবিব হাসান স্বর্ণ পদক অর্জন করেন।
* ১৯তম আন্তঃ ক্লাব শ্যূটিং প্রতিযোগিতা-২০১৪ এ অংশংগ্রহন করে ০১টি স্বর্ণ পদক অর্জন।
১২. সাঁতার :
* এস এ গেমসে ০৪টি সিলভার ও ০৪টি ব্রোঞ্জ অর্জন করেছে বিকেএসপির প্রশিক্ষণার্থীরা।
* ২০১২ সালের জাতীয় বয়স ভিত্তিক সাঁতার প্রতিযোগিতায় ২৯টি জাতীয় রেকর্ডসহ বিকেএসপি চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে।
* ৮ম বাংলাদেশ গেমসে ০৩টি নতুন জাতীয় রেকর্ড সহ মোট ০৯টি স্বর্ণ পদক অর্জন।
* ২৯তম জাতীয় বয়স ভিত্তিক সাঁতার প্রতিযোগিতা-২০১৩ এ অংশগ্রহণ করে ৫৯টি স্বর্ণ, ৪৩টি রৌপ্য, ২৯টি ব্রোঞ্জ ও ০৮টি নতুন জাতীয় রেকর্ড এবং দলগত চ্যাম্পিয়ন।
* ৩০ তম জাতীয় সাঁতার ও ডাইভিং প্রতিযোগিতা-২০১৪ এ অংশগ্রহণ করে ৬৪টি স্বর্ণ, ৫৭টি রৌপ্য, ১৭টি ব্রোঞ্জ ও ১৪টি নতুন জাতীয় রেকর্ড এবং দলগত চ্যাম্পিয়ন।
* সার্ক আন্তস্কুল আমন্ত্রনমূলক সাঁতার প্রতিযোগিতা-২০১৪, নেপাল-এ অংশগ্রহণ করে ২৪টি স্বর্ণ, ১০টি রৌপ্য ও ০৪টি ব্রোঞ্জ এবং দলগত চ্যাম্পিয়ন।
১৩. টেবিল টেনিস :
* ওয়ালটন উন্মুক্ত টেবিল টেনিস প্রতিযোগিতা-২০১৩ এ চ্যাম্পিয়ন ও রানার আপ।
১৪. টেনিস :
* ২০০৯ এর ডেভিস কাপে চ্যাম্পিয়ন।
* এটিএফ অনূর্ধ্ব-১৪ সিরিজ টেনিস টুর্ণামেন্ট ২০১১ তে চ্যাম্পিয়ন।
* ২০১২ এর এটিএফ টেনিস প্রতিযোগিতা ২০১২ এ বালক একক ও বালিকা দ্বৈতে উভয় গ্রুপে বিকেএসপি চ্যাম্পিয়ন ও রানার আপ।
* ৮ম বাংলাদেশ গেমসে ইশিতা আফরোজ ‘‘টেনিসের নতুন রানী’’ হওয়ার গৌরব অর্জন করেন।
* এম এ জববার স্মৃতি টেনিস প্রতিযোগিতা-২০১৪ এ অংশগ্রহণ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।
* স্বাধীনতা দিবস টেনিস প্রতিযোগিতা-২০১৪ এ অংশগ্রহণ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।
১৫. উশু :
* ৮ম বাংলাদেশ গেমসে ২টি স্বর্ণ পদক অর্জন।
* জাতীয উশু চ্যাম্পিয়নশিপ-২০১৪ এ অংশগ্রহণ করে ০৪টি স্বর্ণ, ০৩টি রৌপ্য ও ০৮টি ব্রোঞ্জ পদক।
১৬. ভলিবল :
* ঢাকা মহানগরী ২য় বিভাগ লীগ-২০১৪ এ অংশগ্রহণ করে ৩য় স্থান অর্জন।