(ক) মন্ত্রী, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, যিনি বোর্ডের চেয়ারম্যানও হইবেন;
(খ) প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, যদি থাকেন, যিনি বা যাহারা বোর্ডের ভাইস-চেয়ারম্যানও হইবেন;
(গ) সচিব, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়;
(ঘ) সচিব, অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয়;
(ঙ) সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়;
(চ) সচিব, সমাজকল্যাণ মন্ত্রণালয়;
(ছ) সচিব, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়;
(জ) যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক মনোনীত উক্ত মন্ত্রণালয়ের একজন অন্যূন যুগ্মসচিব;
(ঝ) কমিশনার, ঢাকা বিভাগ;
(ঞ) পরিচালক, ক্রীড়া পরিদপ্তর;
(ট) সচিব, জাতীয় ক্রীড়া পরিষদ;
(ঠ) জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক মনোনীত উহার অধ্যাপক পদমর্যাদার নিম্নে নহেন এমন একজন প্রতিনিধি;
(ড) বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক মনোনীত উহার অধ্যাপক পদমর্যাদার নিম্নে নহেন এমন একজন প্রতিনিধি;
(ঢ) ক্যাডেট কলেজসমূহের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান;
(ণ) চেয়ারম্যান, আর্মি স্পোর্টস কন্ট্রোল বোর্ড;
(ত) মহাসচিব, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন;
(থ) সভাপতি, জাতীয় মহিলা ক্রীড়া পরিষদ;
(দ) সরকার কর্তৃক মনোনীত তিনজন খ্যাতনামা ক্রীড়া বিশেষজ্ঞ, যাহাদের মধ্যে একজন নারী হইবেন এবং মনোনয়নের ক্ষেত্রে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) এর সাবেক ক্রীড়াবিদগণ অগ্রাধিকার পাইবেন;
(ধ) মহাপরিচালক, যিনি উহার সদস্য-সচিবও হইবেন।