Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১১ সেপ্টেম্বর ২০১৮

৪র্থ বিকেএসপি কাপ সাঁতার প্রতিযোগিতা-২০১৮ এ বিকেএসপি চ্যাম্পিয়ন।


প্রকাশন তারিখ : 2018-09-10

দু’দিন ব্যাপী অনুষ্ঠিত ৪র্থ বিকেএসপি কাপ সাঁতার প্রতিযোগিতা-২০১৮ এ বিকেএসপি চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেছে।পদক তালিকায় বিকেএসপি ২৯টি স্বর্ণ, ৩১টি রৌপ্য ও ০৯টি তাম্রসহ সর্বমোট ৬৯টি পদক লাভ করে। অপরদিকে কুষ্টিয়া জেলা ক্রীড়া সংস্থা ০৫টি স্বর্ণ, ৪টি রৌপ্য ও ০৭টি তাম্রসহ ১৬টি পদক নিয়ে রানার্স আপ হবার গৌরব অর্জন করে।প্রতিযোগিতায় ০৮-১০ বয়স গ্রুপে বিকেএসপি’র তসিম ০৩টি স্বর্ণ, ২টি রৌপ্য ও ০১টি তাম্র পদক, পলি আক্তার ০৫টি স্বর্ণ, ০৪টি রৌপ্য ও ০০টি তাম্র পদক এবং ১১-১৩ বয়স গ্রুপে মো. শহিদুল ০৬টি স্বর্ণ, ২টি রৌপ্য ও ০২টি তাম্র পদক ও প্রমি আক্তার ০৩টি স্বর্ণ, ০৬টি রৌপ্য ও ০১টি তাম্র পদক নিযে সেরা সাঁতারু নির্বাচিত হয়েছেন। বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আনিছুর রহমান, বিজিবিএম, এনডিসি, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পদক প্রাপ্তদের পুরস্কৃত করেন। এসময় আরও উপস্থিত ছিলেন পরিচালক(প্রশিক্ষণ) ড. মহিউদ্দীন আহমেদ্, উপ-পরিচালক (প্রশিক্ষণ) শামীমা সাত্তার মিমু, উপ-পরিচালক (প্রশিক্ষণ)উজ্জল চক্রবর্তী, ভারপ্রাপ্ত উপ-পরিচালক (ক্রীড়াবিজ্ঞান) নুসরাৎ শারমিন ও সকল বিভাগের বিভাগীয় প্রধানগণ। বয়স ভিত্তিক এ প্রতিযোগিতায় বিকেএসপিসহ দেশের বিভিন্ন জেলা ও ক্লাবের মোট ১৪৪ জন সাঁতারু ১২৬টি পদকের জন্য অংশ গ্রহণ করে।বিকেএসপি কাপ মূলত বিকেএসপির প্রশিক্ষণার্থীদের মাঝে প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলা এবং প্রতিভা অন্বেষণের মাধ্যমে বিকেএসপির নিয়মাবলী অনুসরন করে দীর্ঘমেয়াদি প্রশিক্ষন কার্যক্রমে ভর্তির সুযোগ করে দেয়া।