Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৫ এপ্রিল ২০১৫

আন্তর্জাতিক পর্যায়ে অর্জন

ক্রীড়া বান্ধব বর্তমান মহাজোট সরকার দেশের ক্রীড়াঙ্গনকে উচু মাত্রায় পৃষ্ঠপোষকতা প্রদান করছে। যার বহিঃপ্রকাশ বিভিন্ন ক্রীড়া ক্ষেত্রে লক্ষ্যনীয়। এ বিষয়ে ২০০৯ থেকে ২০১৪ খ্রিঃ পর্যন্ত বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় বিকেএসপির সাফল্য নিমণরূপঃ

                  

০১.        আরচ্যারি :

*          ২০১০ সালে ঢাকায় অনুষ্ঠিত এসএ গেমসে রৌপ্য পদক।

*          ২০১১ সালে ইতালিতে অনুষ্ঠিত ওয়ার্ল্ড আরচ্যারী চ্যাম্পিয়নশীপে দলগত ২৮তম স্থান অর্জন।

*          ২০১৩ সালে ব্যাংককে অনুষ্ঠিত ১ম এশিয়ান আরচ্যারী গ্রান্ড প্রিকস-এ ০৩ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন এবং দলগত ৯ম স্থান অধিকার করেন।

*          দেশ এবং বিদেশে বিভিন্ন গ্র্যান্ড প্রিক্স প্রতিযোগিতায় অংশগ্রহণ।

*          স্বাধীনতা দিবস উন্মুক্ত আরচ্যারী প্রতিযোগিতা-২০১৪ তে  ০৫টি রৌপ্য ও ০১টি ব্রোঞ্জ পদক অর্জন।

*          ব্যাংককের থাইল্যান্ডে অনুষ্ঠিত ১ম এশিয়া আরচ্যারী গ্র্যান প্রিক্স-২০১৪ তে অংশগ্রহণ করে ষষ্ঠ স্থান অর্জন।

*          ৭ম জাতীয় আরচ্যারি চ্যাস্পিয়নশিপ-২০১৪ এ অংশগ্রহণ করে ০৪টি রৌপ্য ও ০৬টি ব্রোঞ্জ পদক।

 

০২.        এ্যাথলেটিক্স :

            *          ভারতে অনুষ্ঠিত ইন্দো বাংলা-২০১০ হাইজাম্পে মোঃ সজিব মিয়া স্বর্ণ পদক লাভ করেন।

            *          এশিয়ান ট্র্যাক এ্যান্ড ফিল্ড ও ১১তম এস এ গেমসে অংশগ্রহণ।

            *          স্পেনে অনুষ্ঠিত ওয়ার্ল্ড জুনিয়র এ্যাথ. প্রতিযোগিতায় ০১ জনের অংশগ্রহন।

*           চীনে অনুষ্ঠিত ২য় যুব এশিয়ান গেমস ২০১৩ এ ১টি ছেলে ও ১টি মেয়ে সেমিফাইনালপর্বে উত্তীর্ন হয়।

*          ৮ম বাংলাদেশ গেমসে দ্রুততম মানব মেজবা আহমেদ ছাড়াও এ বিভাগে ০২টি নতুন জাতীয় রেকর্ড রয়েছে (জাকিয়া সুলতানা ও শিরিন আক্তার)।

*          ৩৮তম জাতীয় এ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ-২০১৪ তে অংশগ্রহণ করে ০৫টি স্বর্ণ, ০১ রৌপ্য ও ০২টি ব্রোঞ্জ।

*          ৩০তম জাতীয় জুনিয়র এ্যাথলেটিক্স প্রতিযোগিতা-২০১৪ এ অংশগ্রহণ করে ১৬টি স্বর্ণ, ০৯টি রৌপ্য, ০২টি ব্রোঞ্জ ও দলগত চ্যাম্পিয়ন

 

০৩.       বাস্কেটবল :

*          ২০১১ সালে ভারতে অনুষ্ঠিত ফিবা এশিয়া কোয়ালিফাইং আন্তর্জাতিক বাস্কেটবল প্রতিযোগিতায় বাংলাদেশ জাতীয় বাস্কেটবল দলের পক্ষে ০২ (দুই) জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।

*          ২০১২ সালে ভারতে অনুষ্ঠিত রাও জায়সিং প্রতিযোগিতায় বিকেএসপি চ্যাম্পিয়ন।

*          Rao Jai Singh Memorial Basketball Tournament-2013, ভারত এ অংশগ্রহণ করে রানার আপ।

*          বিজয় দিবস বাস্কেটবল প্রতিযোগিতা-২০১৩ এ অংশগ্রহণ করে রানার আপ।

 

০৪.        বক্সিং :

*           স্বাধীনতাদিবস বক্সিং প্রতিযোগিতা-২০১৪ এ অংশগ্রহণ করে ০৪টি স্বর্ণ ও ০৪টি রৌপ্য পদক লাভ করে দলগত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।

*           জাতীয় সিনিয়র বক্সিং প্রতিযোগিতা-২০১৪ এ অংশগ্রহণ করে ০২টি ব্রোঞ্জ।

*          জাতীয় ইন্টারমিডিয়েট বক্সিং প্রতিযোগিতা-২০১৪ এ অংশগ্রহণ করে ০২টি স্বর্ণ, ০২টি রৌপ্য ও ০২টি ব্রোঞ্জ পদক।

 

০৫.       ক্রিকেট :

*          মোমিনুল হক সৌরভ, এনামুল হক বিজয়, মোঃ মিঠুন ও সৌম্য সরকার (২০১১-২০১৩) জাতীয় দলের হয়ে অসামান্য ভূমিকা রেখে চলেছে। পাশাপাশি বেশ কিছু খেলোয়াড় অনূর্ধ্ব-১৯ দলের হয়ে প্রতিনিধিত্ব করছে যারা আগামী দিনে জাতীয় দলে খেলার অপেক্ষায় রয়েছে।

*          ২০১০ সালে পাকিস্তানে ও বিকেএসপিতে অনুষ্ঠিত লিমিটেড ওভার ক্রিকেট সিরিজে একছত্র প্রাধান্য বিস্তার করে বিকেএসপি ২টি সিরিজ জয় করে।।

*          প্রমিলা বিশ্বকাপ কোয়ালিফাইং রাউন্ডে বিকেএসপি’র ফারজানা আক্তার সুপ্তা প্রথম হাফ সেঞ্চুরীয়ান হিসেবে ইতিহাসের পাতায় নাম লিখিয়েছেন। এছাড়াও কোয়ালিফাইং রাউন্ডে জাতীয় দলে ০৩ জন বিকেএসপির প্রশিক্ষণার্থী অংশগ্রহন করেন।

*          ভারতে অনুষ্ঠিত চৌধুরী রনবির সিং ক্রিকেট  প্রতিযোগিতায় অনুর্ধ-১৭দল  গত ৩ বছর যাবৎ  চ্যাম্পিয়ন।

*          অনূর্ধ্ব-১৪, অনূর্ধ্ব-১৬ ও অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট প্রতিযোগিতা-২০১৪ তে অংশগ্রহন করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।

 

 

 

০৬.       ফুটবল :

*          এয়ারটেল রাইজিং স্টার ফুটবল প্রশিক্ষণ ক্যাম্প থেকে বিকেএসপির ০২ জন প্রশিক্ষণার্থী ইংল্যান্ডের ম্যানচেস্টারে অনুষ্ঠিত প্রশিক্ষণ ক্যাম্পে  অংশ গ্রহন ও মেধা তালিকায় ১ম স্থান হবার গৌরব অর্জন করে।

*      ৮ম বাংলাদেশ গেমসে বিকেএসপি প্রথমবারের মত অপরাজিত চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে।

 

০৭.        জিমন্যাস্টিকস্ :

            *          ২০১০ সালে ভারতে অনুষ্ঠিত ইন্দো-বাংলা গেমসে-২০১০ এ ০২টি স্বর্ণ পদক।

*          ৮ম বাংলাদেশ গেমস-এ ব্যক্তিগত ইভেন্টে ০২টি স্বর্ণ পদক।

*          বয়স ভিত্তিক ও ৩৩ তম জাতীয় সিনিয়র জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা-২০১৪ এ অংশগ্রহণ করে ১২টি স্বর্ণ, ০৯টি রৌপ্য ও ০৯টি ব্রোঞ্জ পদক এবং মহিলা গ্রম্নপে চ্যাম্পিয়ন।

 

০৮.       হকি :

            *          জাতীয় হকি প্রতিযোগিতায় বিকেএসপি ১২ বার চ্যাম্পিয়ন।

*          প্রিমিয়ার ডিভিশন হকি লিগে-২০১০ আবাহনী দলের হয়ে খেলায় শেখ কামাল সেরা খেলোয়াড় পুরস্কার অর্জন করে বিকেএসপির পুস্কর খীসা।

*          সিঙ্গাপুরে অনুর্ধ-১৬ বালক এশিয়া কাপ হকি প্রতিযোগিতা-২০১৩ এ জাতীয় দলের হয়ে বিকেএসপি অংশগ্রহণ করে রানার আপ হওয়ার সুবাদে এ বছর চীনের নানজিং এ অনুষ্ঠিত বিশ্ব যুব হকি অলিম্পিক গেমসে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করে। উক্ত টুর্ণামেন্টে বিকেএসপির মোঃ আশরাফুল ইসলাম শ্রেষ্ঠ খেলোয়াড় এর গৌরব অর্জন করেন।

*          এশিয়ান বাঁছাই-২০১৪ এ বাংলাদেশ জাতীয় হকি দলের পক্ষে বিকেএসপির ০৪ জন প্রশিক্ষণার্থীর অংশগ্রহণ।

 

০৯.        জুডো :

*          সাউথ এশিয়ান জুডো ও বিজয় দিবস জুডো প্রতিযোগিতা ২০১১ তে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ পদক অর্জন।

*        ৮ম বাংলাদেশ গেমসে ০৩ টি স্বর্ণ পদক অর্জন।

*          ২০১২ সালে সাউথ এশিয়ান ক্যাডেট জুডো চ্যম্পিয়নশীপে ০৫টি স্বর্ণ পদক অর্জন।

 

১০.        কারাতে :

*          ৪র্থ জাপান কাপ ক্যাডেট ও সিনিয়র কারাতে প্রতিযোগিতা-২০১৩ এ ০৩টি স্বর্ণ ও ০২টি রৌপ্য।

*          নেপালে অনুষ্ঠিতব্য 5th Open International Karate Chamionship-2014 এ ০২টি স্বর্ণ, ০৩টি রৌপ্য ও ০৪টি ব্রোঞ্জ পদক অর্জন।

 

১১.        শ্যূটিং :

*          আন্তর্জাতিক পর্যায়ে এস এ গেমস, কমনওয়েলথ গেমস এশিয়ান গেমস এ একাধিক স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ পদক অর্জন করেছে।

*        ৮ম বাংলাদেশ গেমসে ১০ মি. এয়ার রাইফেলে মোঃ রাবিব হাসান স্বর্ণ পদক অর্জন করেন।

*          ১৯তম আন্তঃ ক্লাব শ্যূটিং প্রতিযোগিতা-২০১৪ এ অংশংগ্রহন করে ০১টি স্বর্ণ পদক অর্জন।

 

১২.        সাঁতার :

*          এস এ গেমসে ০৪টি সিলভার ও ০৪টি ব্রোঞ্জ অর্জন করেছে বিকেএসপির প্রশিক্ষণার্থীরা।

*          ২০১২ সালের জাতীয় বয়স ভিত্তিক সাঁতার প্রতিযোগিতায় ২৯টি জাতীয় রেকর্ডসহ বিকেএসপি চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে।

*          ৮ম বাংলাদেশ গেমসে ০৩টি নতুন জাতীয় রেকর্ড সহ মোট ০৯টি স্বর্ণ পদক অর্জন।

*          ২৯তম জাতীয় বয়স ভিত্তিক সাঁতার প্রতিযোগিতা-২০১৩ এ অংশগ্রহণ করে ৫৯টি স্বর্ণ, ৪৩টি রৌপ্য, ২৯টি ব্রোঞ্জ ও ০৮টি নতুন জাতীয় রেকর্ড এবং দলগত চ্যাম্পিয়ন।

*          ৩০ তম জাতীয় সাঁতার ও ডাইভিং প্রতিযোগিতা-২০১৪ এ অংশগ্রহণ করে ৬৪টি স্বর্ণ, ৫৭টি রৌপ্য, ১৭টি ব্রোঞ্জ ও ১৪টি নতুন জাতীয় রেকর্ড এবং দলগত চ্যাম্পিয়ন।

*          সার্ক আন্তস্কুল আমন্ত্রনমূলক সাঁতার প্রতিযোগিতা-২০১৪, নেপাল-এ অংশগ্রহণ করে ২৪টি স্বর্ণ, ১০টি রৌপ্য ও ০৪টি ব্রোঞ্জ এবং দলগত চ্যাম্পিয়ন।

 

 

 

১৩.       টেবিল টেনিস :

 

            *          ওয়ালটন উন্মুক্ত টেবিল টেনিস প্রতিযোগিতা-২০১৩ এ চ্যাম্পিয়ন ও রানার আপ।

 

১৪.        টেনিস :

            *          ২০০৯ এর ডেভিস কাপে চ্যাম্পিয়ন।

            *          এটিএফ অনূর্ধ্ব-১৪ সিরিজ টেনিস টুর্ণামেন্ট ২০১১ তে চ্যাম্পিয়ন।

*          ২০১২ এর এটিএফ টেনিস প্রতিযোগিতা ২০১২ এ বালক একক ও বালিকা দ্বৈতে উভয় গ্রুপে বিকেএসপি চ্যাম্পিয়ন ও রানার আপ।

*        ৮ম বাংলাদেশ গেমসে ইশিতা আফরোজ ‘‘টেনিসের নতুন রানী’’ হওয়ার গৌরব অর্জন করেন।

*          এম এ জববার স্মৃতি টেনিস প্রতিযোগিতা-২০১৪ এ অংশগ্রহণ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।

*          স্বাধীনতা দিবস টেনিস প্রতিযোগিতা-২০১৪ এ অংশগ্রহণ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।

 

১৫.        উশু :

*          ৮ম বাংলাদেশ গেমসে ২টি স্বর্ণ পদক অর্জন।

*          জাতীয উশু চ্যাম্পিয়নশিপ-২০১৪ এ অংশগ্রহণ করে ০৪টি স্বর্ণ, ০৩টি রৌপ্য ও ০৮টি ব্রোঞ্জ পদক।

 

১৬.        ভলিবল :

*          ঢাকা মহানগরী ২য় বিভাগ লীগ-২০১৪ এ অংশগ্রহণ করে ৩য় স্থান অর্জন।


COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon