Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২০ জুলাই ২০২৩

পরিচালকবৃন্দের পরিচিতি

 

পরিচালক(প্রশিক্ষণ)

 

 

https://bksp.portal.gov.bd/sites/default/files/files/bksp.portal.gov.bd/page/70aa7b94_9e0b_49c6_83bc_be6df40966ee/2023-07-20-06-18-62703f1a9b883f50c5527852d1af9e09.jpg

কর্নেল মোঃ মিজানুর রহমান, পিএসসি

পরিচালক (প্রশিক্ষণ)

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান

 

কর্নেল মোঃ মিজানুর রহমান, পিএসসি, ০৩ অক্টোবর ২০২১ তারিখে বিকেএসপিতে পরিচালক (প্রশিক্ষণ) পদে যোগদান করেন। তিনি ১০ সেপ্টেম্বর ১৯৭৫ তারিখে নওগাঁ জেলার ধামইর হাট এ জন্মগ্রহণ করেন। তিনি ৩৪ তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সের সাথে কমিশন প্রাপ্ত অফিসার। এ পদে যোগদানের পূর্বে তিনি সদর দপ্তর আর্মি  ট্রেনিং এবং ড্রকট্রিন কমাণ্ড এ সিনিয়র ইভালুয়েটর হিসাবে কর্মরত ছিলেন। তিনি তার কর্মজীবনে ৩টি পদাতিক ব্যাটালিয়নে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। তিনি ৪টি ব্রিগেড সদর দপ্তরে, জিএসও-৩ (ইন্টেলিজেন্স), ডি এ এ এবং কিউ এমজি ও ব্রিগেড মেজর হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি পদাতিক ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার হিসেবে কর্মরত ছিলেন এবং আর্মি স্কুল অব ফিজিক্যাল ট্রেনিং এন্ড স্পোর্টস এ ফিজিক্যাল ট্রেনিং উইং এর কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছেন।

 

তিনি ব্যাটালিয়নের সদস্য এবং অবজারভার হিসেবে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে আইভরিকোষ্ট ও সিরিয়ায় দায়িত্ব পালন করেছেন।

 

তিনি জাতীয় বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রী লাভ করেন, এছাড়াও সামরিক বাহিনী কমান্ড এবং স্টাফ কলেজ হতে স্নাতকোত্তর (Msc/psc) ডিগ্রী, বিইউপি হতে মাষ্টার অব বিজিনেস এডমিনিষ্টেশন (এমবিএ) এবং ঢাকা বিশ্ববিদ্যালয় হতে মাষ্টার অব পাবলিক এডমিনিষ্ট্রেশন (হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট) (এমপিএ ইন এইচআরএম) ডিগ্রী লাভ করেন।

 

তিনি সরকারী ও ব্যক্তিগতভাবে ০৮টি দেশ সফর করেছেন।

 

ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং এক পুত্র সন্তানের জনক।  

 

পরিচালক(প্রশাসন ও অর্থ)

 

জনাব মুহম্মদ আনোয়ার হোসেন

(উপসচিব)

পরিচালক (প্রশাসন ও অর্থ)

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান

 

মুহম্মদ আনোয়ার হোসেন ৩০ জুন ২০২১ তারিখে বিকেএসপিতে পরিচালক (প্রশাসন ও অর্থ) পদে যোগদান করেন। তিনি ০১ ডিসেম্বর ১৯৭৪ তারিখে মানিকগঞ্জ জেলার সিংগাইরে জম্নগ্রহণ করেন। তিনি বিসিএস ২২তম ব্যাচের কর্মকর্তা। এ পদে যোগেদানের পূর্বে তিনি মার্চ ২০০০ থেকে নভেম্বর ২০০৩ পর্যন্ত বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী, ডিসেম্বর ২০০৩ থেকে আগস্ট ২০০৬ পর্যন্ত নারায়নগঞ্জ সাইলোতে সহকারী রক্ষণ প্রকৌশলী, সেপ্টেম্বর ২০০৬ থেকে আগস্ট ২০১১ পর্যন্ত চট্টগ্রাম সাইলোতে সহকারী রক্ষণ প্রকৌশলী, সেপ্টেম্বর ২০১১ থেকে জুন ২০১২ পর্যন্ত খাদ্য অধিদপ্তরের সহকারী পরিচালক, জুলাই ২০১২ থেকে মার্চ ২০১৪ পর্যন্ত খাদ্য অধিদপ্তরে উপ-পরিচালক (উন্নয়ন), এপ্রিল ২০১৪ থেকে এপ্রিল ২০১৬ পর্যন্ত ১.০৫ লক্ষ ধারণক্ষমতার ১৫৮টি নতুন খাদ্য গুদাম নির্মাণ প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক, মে ২০১৬ থেকে জুন ২০১৮ পর্যন্ত মংলা সাইলোতে রক্ষণ প্রকৌশলী, জুলাই ২০১৮ থেকে আগস্ট ২০১৮ পর্যন্ত খাদ্য অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক, সেপ্টেম্বর, ২০১৮ থেকে জানুয়ারি ২০২০ পর্যন্ত আশুগঞ্জ সাইলোর সাইলো সুপার, ফেব্রুযারি ২০২০ ফেব্রুয়ারি ২০২১ পর্যন্ত সরকারী আধুনিক ময়দা মিল পোস্তগোলা, ঢাকার প্রধান মিলার এবং মার্চ ২০২১ থেকে ২৯ জুন ২০২১ তারিখ পর্যন্ত জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসিচব পদে দায়িত্ব পালন করেছেন।

 

তিনি রুয়েট হতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং-এ বিএসসি এবং DAAD স্কলারশিপ নিয়ে জার্মানির ওষ্ডেনবার্গ বিশ্ববিদ্যালয় হতে রিনিউএবল এনার্জি’র উপর এমএসসি ডিগ্রী অর্জন করেন। তিনি দেশে-বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠান হতে পেশাগত প্রশিক্ষণ গ্রহণ করেছেন এবং বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলন ও সেমিনারে অংশগ্রহণ করেছেন। তিনি সরকারী ও ব্যক্তিগতভাবে ০৫টি দেশে সফর করেছেন। 

 

ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং এক পুত্র ও এক কন্যা সন্তানের জনক।