Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৪ ফেব্রুয়ারি ২০২৪

আর্চারি

আর্চারি কী

Archer হচ্চে  art  বা কলা কৌশল, প্রচলিত রীতিতে Bow and Arrow ব্যবহার করে তীর কে লক্ষ্যবস্তুর দিকে অগ্রসর করার কৌশল কে আর্চারি বলে।  

 

আর্চারিতে অংশগ্রহণ করলে তাকে সাধারণত "Archer" বা "Bowman" বলা হতো। আর্চারি খেলার বিভিন্ন কৌশল ও ধরণ অনুযায়ী আর্চারিকে ০৮ ভাগে ভাগ করা হয়েছে। বাংলাদেশে তিন ধরনের আর্চারি খেলা হয়। আউটডোর টার্গেট আর্চারি, ইনডোর টার্গেট আর্চারি ও প্যারা আর্চারি।

 

অলিম্পিকে আর্চারি

প্যারিসে ১৯০০ তে দ্বিতীয় আধুনিক অলিম্পিক গেমসে আর্চারি অন্তর্ভুক্ত হয়। ১৯০৪ এর যুক্তরাষ্ট্রের সেন্ট লুইয়ের ৩য় অলিম্পিয়াডে মেয়েদের আর্চারিও সংযোজিত হয়।  খেলাধুলা চর্চা ও এর প্রতিযোগিতায় অংশগ্রহণের ক্ষেত্রে নারী-পুরুষের সম অধিকার নিশ্চিতকরণে এটা এক যুগান্তকারী ঘটনা।

 

বাংলাদেশে  আর্চারি

২০০১ এর ২৩ জানুয়ারি বাংলাদেশ আর্চারি অ্যাসোসিয়েশন গঠন করে। ওই বছর ১৫ই নভেম্বর বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন নবগঠিত এই এসোসিয়েশন কে অস্থায়ী স্বীকৃতি দান করে। প্রজাতন্ত্রী কোরিয়ার পোশানে ১১অক্টোবর ২০০২ তারিখে অনুষ্ঠিত এশিয়ান আর্চারি ফেডারেশন কংগ্রেসে একে এএএফ এর সদস্যতা প্রদান করে। বাংলাদেশ সরকারের জাতীয় ক্রিয়া পরিষদ ২০০৩ এর ২৪মে বিএএ কে অনুমোদন দেয়। ওই বছরের ১৩ জুলাই নিউইয়র্কে আয়োজিত ৪২ তম ফিটা কংগ্রেস থেকে বাংলাদেশ আর্চারিকে স্বীকৃতি দান করে। ৮ নভেম্বর ২০০৪ তারিখের নতুন দিল্লি কংগ্রেসের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করে । বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন বিএএ কে ২০০৬ এর ২৫ এপ্রিল একটি জাতীয় ফেডারেশন হিসেবে অধিভুক্ত করার পরে উক্ত বছরের ১২ই অক্টোবর জাতীয় ক্রীড়া পরিষদও একে ফেডারেশনের মর্যাদা প্রদান করে।

 

বিকেএসপিতে আর্চারি

২০০৯ সালে ০৬জন পুরুষ আর্চার, ০৬জন মহিলা আর্চার ও একজন কোচ নিয়ে আর্চারি বিভাগের যাত্রা শুরু হয়। এ পর্যন্ত ১১১ জন আর্চার ভর্তি করা হয়েছে।

বর্তমানে ৪৭জন (২৩জন পুরুষ+২৪জন মহিলা) আর্চার , ০২জন রাজস্ব কোচ, ০২জন প্রতিভা অণ্মেষন কোচ, একজন বিদেশী কোচ রয়েছে।

 

বিকেএসপির পর্যন্ত উল্লেখযোগ্য আর্ন্তজাতিক সাফল্যঃ-

১.        ২০১০  সালে ১১তম এস এ গেমস্ এ বিকেএসপির আর্চাররা একক রৌপ্য পদক লাভ করে।

 

২.       #২০১১ সালে এশিয়ান ইয়ূথ আর্চারি  চ্যাম্পিয়নশিপে রিকার্ভ বো ইভেন্টে পুরুষ বিভাগে দলগত ভাবে রৌপ্য পদক অর্জন করে।

 

৩.       # ২০১৫ এশিয়া কাপ স্ট্রেজ-২, ব্যাংকক, থাইল্যান্ড রির্কাভ বো বিভাগে দলগত রৌপ্য পদক জয় লাভ করে বিকে্এসপির শেখ সজিব মোহাঃ তামিমূল ইসলাম।

 

৪.       ## ২০১৫ সালে ইয়ুথ কমনওয়েল্থ গেমস্ সামওয়ায় রিকার্ভ বিভাগে এককে বাংলাদেশের প্রথম ও একমাত্র স্বর্ণ পদক জয় লাভ করেন বিকেএসপির আর্চার মোহাঃ তামিমূল ইসলাম  এবং একই বিভাগে বিকেএসপির আর্চার  নন্দিনী খান স্বপ্না তাম্র পদক জয় লাভ করেন।

 

৫.       #  ২০১৬ সালে ৬ষ্ঠ চিলড্রেন অফ এশিয়া ইন্টারন্যাশনাল স্পোর্টস গেমস এ ইয়াকুশিয়া শাখা রিপাবলিক রাশিয়ায় বাংলাদেশের প্রথম ও একমাত্র  মিশ্র দলগত স্বর্ণ পদক অর্জন করে বিকেএসপির আর্চার মোছাঃ রাদিয়া আক্তার শাপলা ও মোহাম্মদ হাকিম আহমেদ রবেল ।

৬.       ২০১৬ সালে ১১তম ও ১২তম এস এ গেমস্ এ বিকেএসপির আর্চাররা একক ও দলগত  রৌপ্য পদক লাভ করে।

৭.       ২০১৭ ১ম আই এস এস এফ ইন্টারনাশনাল সলিডারিটি আর্চারি  চ্যাম্পিয়নশিপ-২০১৭  এ বিকেএসপির ০৩জন আর্চার অংশনিয়ে ০২জন দলগত স্বর্ণ পদক ও  একজন একক স্বর্ণ পদক জয়লাভ  করে ।

৮.       ২০১৮ ২য় আই এস এস এফ আর্ন্তজাতীক সলিডারিটি আর্চারি চ্যাম্পিয়নশীপ ২০১৮ এ  রিকার্ভ-বো তে দলগত স্বর্ণ ও রৌপ্য পদক জয় লাভ করে।

৯.       দি ব্লেজার বিডি বিকেএসপি ৩য় সাউথ এশিয়ান  আরচ্যারী চ্যাম্পিয়নশীপ ২০১৮ এ  দলগত পুরুষ রিকার্ভ-বো তে স্বর্ণ পদক ও দলগত মহিলা রিকার্ভ-বো তে রৌপ্য পদক।

১০.      ২০১৯  ৩য় আই এস এস  এফ আর্ন্তজাতীক সলিডারিটি আর্চারি চ্যাম্পিয়নশীপ ২০১৯  এ বিকেএসপির ০৪জন আর্চার অংশনিয়ে একজন একক স্বর্ণ পদক জয়লাভ  করে।  ০২জন আর্চার দলগত রৌপ্য পদক ও এক জন মিশ্র দলগত রৌপ্য পদক জয়লাভ করে।

১১.      ১৩তম এসএ গেমস-২০১৯পোখারা, নেপাল এ বিকেএসপির জাতীয় দলের হয়ে ০৩ জনের অংশগ্রহণ এবং দলগত ৩টি স্বর্ণ পদক অর্জন করেন। 

১২.     Hyundai Archery World cup 2021, Stage-2 লুজানে, সুইজারল্যান্ডের মিশ্রদলগততে রৌপ্য পদক অর্জন করে।

১৩.     ২০২১ এশিয়া কাপ, গুয়াংজু, কোরিয়ায় ২টি রৌপ্য পদক ও ১টি তাম্র পদক অর্জন করে।

১৪.      টোকিও অলিম্পিক গেমস ২০২০, টোকিও, জাপান দিয়া সিদ্দিকী মিশ্রদলগততে ৯ম স্থান লাভ করে।

১৫.     ২২তম এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশীপ-২০২১ এ বাংলাদেশ  প্রথমবারের মত একটি রৌপ্য ও ২টি তাম্র পদক অর্জন করে। রৌপ্য জয়ী দুজন আর্চারই বিকেএসপির বর্তমান আর্চার।

১৬.     ২০২২ এশিয়া কাপ স্ট্রেজ-১, ফুকেট, থাইল্যান্ড এ বিকেএসপির বর্তমান ২জন (দিয়া, নিশা)  আর্চার স্বর্ণ পদক অর্জন করে।

১৭.      ২০২২ এশিয়া কাপ স্ট্রেজ-২ বাগদাদ, ইরাক এ বিকেএসপির বর্তমান ২জন (দিয়া, নিশা) আর্চার দুইটি রৌপ্য পদক ও একটি তাম্র পদক অর্জন করে।

১৮      ২০২৩ এশিয়া কাপ স্ট্রেজ-১, চাইুনিজ তাইপে এ বিকেএসপির  ২জন (দিয়া, নিশা) আর্চার দুইটি স্বর্ণ পদক  অর্জন করে।

১৯.     মো: আব্দুর রহমান আলীফের শেখ রাসেল পুরস্কার প্রাপ্তি

২০.     দিয়া সিদ্দিকীর শেখ কামাল ক্রীড়া পরিষদ পুরস্কার প্রাপ্তি

 

 

পর্যন্ত আর্ন্তজাতিক স্বর্ণ পদক  ১৬টি, রৌপ্য পদক ১৯টি তাম্র পদক ১১টি, মোট টি পদক

#

প্রতিযোগিতার নাম

স্বর্ণ

রৌপ্য

তাম্র

মোট

এশিয়ান আর্চারি গ্রান্ড প্রিক্স ২০০৯

১১তম এস এ গেমস ২০১০, ঢাকা

এশিয়ান আর্চারি গ্রান্ড প্রিক্স ২০০৯ ও ১ম ইয়ুথ এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশীপ ২০১১

২০১৫ এশিয়া কাপ আর্চারি চ্যাম্পিয়নশীপ, থাইল্যান্ড।

ইয়ুথ কমনওয়েল্থ গেমস ২০১৫, অস্টেলিয়া।

১২তম এস এ গেমস ২০১৬, ভারত।

চিল্ড্রেন  গেমস ২০১৬ , রাশিয়া।

১ম ISSF  আর্চারি চ্যাম্পিয়নশীপ ২০১৭

৩য় সাউথ এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশীপ ২০১৮

১০

২য় ISSF  আর্চারি চ্যাম্পিয়নশীপ ২০১৮

১১

৩য় ISSF  আর্চারি চ্যাম্পিয়নশীপ ২০১৯

১২

১৩তম এস এ গেমস ২০১৯, নেপাল।

১২

Hyundai Archery World cup 2021, Stage-2 লুজানে, সুইজারল্যান্ড

১৩

২০২১ এশিয়া কাপ-স্ট্রেজ-১. গুয়াংজু, কোরিয়া।

১৩

২২তম  এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশীপ-২০২১, ঢাকা, বাংলাদেশ

০৩

১৪

২০২২ এশিয়া কাপ -স্ট্রেজ-১, ফুকেট, থ্যাইল্যান্ড

০৩

১৫

এশিয়ান চ্যালেঞ্জ টুর্নামেন্ট-২০২২, দক্ষিণ কোরিয়া

০১

১৬

২০২২ এশিয়া কাপ -স্ট্রেজ-২. সোমালিয়া, ইরাক

০৩

১৭

১৯তম স্কুল গেমস-২০২২, নরমান্ডি, ফ্রান্স

০১

১৮

৫ম ইসলামি গেমস

০৩

১৯

২০২৩ এশিয়া কাপ -স্ট্রেজ-১, চাইনিজ চাইপে

০১

২০

এশিয়ান চ্যালেঞ্জ টুর্নামেন্ট-২০২৩, দক্ষিণ কোরিয়া

০১

 

 

১৬

১৯

১১

৪৬

 

***জাতীয় ও জাতীয় যুব  প্রতিযোগিতায় বিকেএসপি এ পর্যন্ত ৬২টি স্বর্ণ, ৪৯টি রৌপ্য ও ৪০টি তাম্র পদক মিলেয়ে মোট ১৫১টি পদক পেয়েছে। 

 

 

 

বিকেএসপির আর্চারি মাঠ

 

১১তম এস এ গেমস-২০১০, এ বিকেএসপির আর্চার শেখ সজিবের  এককে রৌপ্য পদক অর্জন।

১ম এশিয়ান ইয়ূথ আর্চারি চ্যাম্পিয়নশিপ-২০১১ এ দলগত রৌপ্য পদক জয়ী বিকেএসপির আর্চাররা

 

 

৬ষ্ঠ চিলড্রেন গেমস এ বাংলাদেশের প্রথম ও একমাত্র স্বর্ণ পদক জয়ী বিকেএসপির আর্চারদয়

১২তম এস এ গেমস্ এ একক ও দলগত  রৌপ্য পদক লাভ করে বিকেএসপির আর্চাররা

 

2nd ISSF  আর্ন্তজাতীক সলিডারিটি আর্চারি চ্যাম্পিয়নশীপ দলগত স্বর্ণ ও রৌপ্য পদক জয় লাভ করে  বিকেএসপির আর্চাররা

৩য় সাউথ এশিয়ান আরচ্যারী চ্যাম্পিয়নশীপ  স্বর্ণ ও রৌপ্য পদক জয় লাভ করে  বিকেএসপির আর্চাররা

 

3rd  ISSF  আর্ন্তজাতীক সলিডারিটি আর্চারি চ্যাম্পিয়নশীপ একক ও দলগত স্বর্ণ পদক জয় লাভ করে  বিকেএসপির আর্চাররা

১৩তম এস এ গেমস্  এ বিকেএসপির তিন জন আর্চার মোহাঃ তামিমূল ইসলাম তামিম, মো: আশিকুজ্জামান অনয় ও মোহাম্মদ হাকিম আহমেদ রবেল দলগত স্বর্ণ পদক লাভ করে।

 

ইসলামী গেমস  এ রৌপ্য পদক জয়ী বিকেএসপির আর্চার পুস্পিতা জামানে

Asia Challenge 2022” এ  স্বর্ণ পদক জয়ী বিকেএসপির আর্চার মো: রিদয় আহমেদ


 

“2022 Asia Cup এ   রৌপ্য ও  তাম্র পদক  পদক জয় লাভ করে  বিকেএসপির আর্চাররা

“2023 Asia Cup এ  স্বর্ণ পদক   পদক জয়ী  বিকেএসপির আর্চারদয়

 

“2023 Archery World Cup Stage-1” এ  অংশগ্রহণ করা সকলেই বিকেএসপির আর্চার । 

“2023 Asia Cup Stage-II  এ  অংশগ্রহণ করা সকলেই বিকেএসপির আর্চার

 

2023 Asia Cup  Stage III” এ তাম্র পদক জয়ী বিকেএসপির তিন আর্চার

“World Archery Championship-2023” এ বাংলাদেশ জাতীয় আর্চারি দলের হয়ে মোট ০৬জন আর্চার অংশগ্রহণ করে। এর মধ্যে ০৫জনই বিকেএসপির আর্চার

 

“ Asia Challenge 2023” এ স্বর্ণ পদক জয়ী বিকেএসপির আর্চার মো: রাকিব মিয়া ও অন্যরা

১৪তম জাতীয় আর্চারি চ্যাম্পিয়ণশীপ-২০২৩ এ  স্বর্ণ পদক   পদক জয়ী  বিকেএসপির আর্চারদের সাথে বিকেএসপির মহাপরিচালক মহোদয়।

 

 

এশিয়ান চ্যাম্পিয়নশীপ-২০২১ এ (বাংলাদেশের প্রথম)  রৌপ্য পদকজয়ী বিকেএসপির আর্চারদয়

ওয়াল্ড কাপে পদক জয়ী বিকেএসপির আর্চার দিয়া সিদ্দিকী

 

৯ম বাংলাদেশ গেমসে স্বর্ণ জয়ী বিকেএসপির আর্চারদয়

 

শেখ কামাল ক্রীড়া পুরস্কার প্রাপ্ত  অলিম্পিয়ান দিয়া সিদ্দিকী

শেখ রাসেল ক্রীড়া পুরস্কার প্রাপ্ত  আব্দুর রহমান আলিফ